BN/751006 প্রাতঃ ভ্রমণ - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু ডারবান
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
প্রভুপাদঃ কুকুর ভাবছে, 'আমি স্বাধীন, এখানে সেখানে ছুটাছুটি করছি। যেইমাত্র তার প্রভু, 'এদিকে আসো...।' (হাসি)। শুধু দেখ। কুকুরের কোন চেতন নেই যে, 'আমি স্বাধীনভাবে ফোঁপাচ্ছি কিন্তু আসলে আমি স্বাধীন নই।' এই চেতনা সে পায়নি। তাই একটি মানুষেরও যদি এই জ্ঞান না থাকে, তাহলে তার আর কুকুরের মধ্যে পার্থক্য কি? হুম্? এটা বিবেচনা করতে হবে, কিন্তু তাদের কোন চেতনা নেই, মস্তিষ্ক নেই, কোন শিক্ষা নেই, তবুও তারা এখনও সভ্য হিসেবেই চলছে। দেখ। মূঢ়। তাই মূঢ়োহয়ং নাভিজানাতি (শ্রীমদ্ভাগবদ্গীতা ৭.২৫).
পুষ্ট কৃষ্ণঃ তারা মনে করে যে, মানব জাতির জন্য এটাই সবচেয়ে শ্রেষ্ঠ সভ্য অবস্থা। বরতমানের এই তথাকথিত আধুনিক সভ্যতা। প্রভুপাদঃ সভ্যতা...যদি তুমি কুকুরের অবস্থানে থাক, সেটা কি সভ্যতা? পুষ্ট কৃষ্ণঃ না। |
৭৫১০০৬ - প্রাতঃ ভ্রমণ - ডারবান |