"ঠিক যেমন আমাদের সাধারণ জাগতিক জীবনে যদি আমরা কোন পাপ কার্য করি এবং আদালতে গিয়ে আকুতি করি, 'হে আমার প্রিয় বিচারক, আমি আইন জানতাম না,' এই ধরণের প্রার্থনা ঐ ব্যক্তিকে কোনওভাবেই সাহায্য করতে পারবে না। অজ্ঞানতা অজুহাত পারে না। সেই কারণেই মানব জীবন পশু জীবনের থেকে উন্নত। যদি আমরা পরমেশ্বরের বিচারের কোন পরোয়া না করেই এই মনুষ্যজীবনে বেঁচে থাকি, তাহলে আমাদের দুর্ভোগ পোহাতেই হবে। সেই জন্যই মানব সমাজে ধর্ম ও শাস্ত্রের ব্যবস্থা রয়েছে। মানুষের কর্তব্য হচ্ছে প্রকৃতির আইন ও শাস্ত্রের নির্দেশসমূহ বোঝা এবং সেই নির্দেশ অনুযায়ী সৎভাবে জীবনযাপন করা।"
|