BN/760321 প্রাতঃ ভ্রমণ - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু মায়াপুর
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"ভক্তি কৈলে সর্ব কর্ম কৃত হয় (শ্রীচৈতন্য চরিতামৃত মধ্যলীলা ২২/৬২)। আমাদেরকে সর্বদা এই দৃঢ় বিশ্বাসটি থাকতে হবে যে যদি আমরা কেবল শ্রীকৃষ্ণ প্রদত্ত জ্ঞান গ্রহণ করি, তাহলেই আমরা পরিপূর্ণ। ব্যাস্। যদি অন্যান্য স্বামী এবং যোগীদের থেকে আমার কিছু মাত্র বেশি হলেও কোন সফলতা থেকে থাকে, তাহলে সেটি কেবল এই একটি বিষয়ে আমার পূর্ণ বিশ্বাস থাকার কারণেই। ভগবান শ্রীকৃষ্ণ বলেন নি এমন কোনও কিছুর সঙ্গে আমি কখনই কোনও রকম আপোস করিনি।" |
৭৬০৩২১ - প্রাতঃ ভ্রমণ - শ্রীমায়াপুর |