"শ্রীকৃষ্ণ হচ্ছেন কালো আর আমরা তার আরাধনা করি। (হাসি)আপনি আমাদের বিগ্রহ দর্শন করেছেন? হ্যাঁ, শ্রীকৃষ্ণ আপনাদের সম্প্রদায়েরই। (শ্রীল প্রভুপাদের হাসি) শ্বেতাঙ্গ বা কৃষ্ণাঙ্গের কোন প্রশ্নই নেই। কৃষ্ণভাবনামৃত সমস্ত চর্মবর্ণের ঊর্ধ্বে, সেখানে (কৃষ্ণভাবনামৃতে) আত্মার অবস্থান। সে দেখতে কালো কিংবা সাদা কিংবা হলদে, তাতে কিছু যায় আসে না। দেহিনোস্মিন্ যথা দেহে (ভগবদগীতা ২/১৩)। প্রথম শিক্ষাটি হচ্ছে যে, দেহ নয়, বরং এই দেহের অভ্যন্তরে আত্মার ভিত্তিতে বিচার করুন। সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ। আমাদের এই কথাটি বুঝতে হবে। আমরা সেই অবস্থান থেকে কথা বলছি। তাই কখনও কখনও এটি বুঝতে একটু কঠিন মনে হয়, কারণ লোকেরা এই জড় দেহের বিচারেই গভীরভাবে মগ্ন। কিন্তু আমাদের দর্শন সেই অবস্থান থেকে শুরু হয় যেখানে দেহাত্মবুদ্ধির কোনই অবকাশ নেই।"
|