"জন্মের পর জন্ম ধরে এই প্রভুত্ব করার প্রতিযোগিতা চলছে, কখনও মানুষরূপে, কখনও পশুরূপে, কখনও মাছ হয়ে, জলজ প্রাণী হয়ে, কখনও দেবতারূপে, পাখিরূপে। এটিই হচ্ছে সম্পূর্ণ জড় জগতের অবস্থা। আর সমস্যাটি হচ্ছে আমরা প্রভু হতে পারি না। কিন্তু 'আমি প্রভু হব' আমাদের এই মিথ্যা উচ্চাকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা বরং এই জড়া প্রকৃতির দাস হয়ে যাচ্ছি। আমরা প্রভু হওয়ার জন্য একটি নির্দিষ্ট উপায়ে কাজ করে চলেছি, মানসিকভাবে একটি পরিস্থিতি তৈরি করেছি, এবং মৃত্যুর সময়ে যখন এই দেহটি শেষ হয়ে যায় তখনও দেহটি সেই প্রভুত্ব চিন্তায় মগ্ন থাকে আর আমাকে সেই উচ্চাকাঙ্ক্ষা অনুযায়ী পরবর্তী দেহে নিয়ে যায়। অতএব আমাকে আবারও আমার প্রভুত্ব দেখানোর জন্য আরেকটি দেহে আসতে হবে, এভাবে আরেকটি অধ্যায়ের শুরু হবে।"
|