"স্বর্ণ, তা সে ইরানেরই হোক আর ভারতেরই হোক, স্বর্ণ তো স্বর্ণই। তুমি কিন্তু এটা বলতে পার না যে, 'ইরানি স্বর্ণ' বা 'ভারতীয় স্বর্ণ'। তা সম্ভব নয়। ঠিক তদ্রূপ যখন তুমি বলছ, ইরানের পারমার্থিক সংস্কৃতি' এবং 'ভারতীয় পারমার্থিক সংস্কৃতি', দু'য়ের মধ্যে সাধারণ শব্দটি হচ্ছে 'পারমার্থিক সংস্কৃতি'। পারমার্থিক সংস্কৃতি একটিই। এটি কখনও ইরানের, ভারতীয় বা কোনও পাগলের থেকে আসা কিছু হতে পারে না। ঠিক যেমন এই চাঁদের মতো। চাঁদটি এখন ইরানে দৃশ্যমান আছে। তার মানে এই নয় যে এটি ইরানি চাঁদ। অথবা সূর্য উঠলে বলে দিলাম, ইরানি সূর্য। চাঁদ একটিই। ভারতেই হোক আর ইরানেই হোক। চাঁদ চাঁদই। তুমি বলতে পার না, 'ইরানি চাঁদ' বা 'ভারতীয় চাঁদ'। সুতরাং পারমার্থিক সংস্কৃতি একটি আর জড় সংস্কৃতি একটি।
|