BN/761125 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বৃন্দাবন
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"শ্রীকৃষ্ণ মানে আলো। অন্ধকার..., তুমি অন্ধকারে দুর্ভোগ পাচ্ছ। তাই কোনও না কোন ভাবে যদি তুমি একটি আলোর ব্যবস্থা করতে পার, তাহলে আর কোন অন্ধকার থাকবে না।
যদি তুমি তোমার মনকে সর্বদা শ্রীকৃষ্ণে রাখ, শ্রীকৃষ্ণের শ্রীচরণে রাখ...তুমি শ্রীকৃষ্ণের চরণ দেখতে পার, বলদেব, বলরাম, তিনি কত মোহন ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছেন। তুমি তাঁর অপূর্ব চরণযুগল দর্শন করতে পার। হঠাৎ করেই মুখমণ্ডল দেখার চেষ্টা কোর না। চেষ্টা করবে, নিরন্তর তাঁর শ্রীচরণযুগল দর্শন করার অভ্যাস কর।" |
৭৬১১২৫ - শ্রীমদ্ভাগবত প্রবচন ৫/৬/৩ - বৃন্দাবন |