"চিন্ময় দেহটি একটি জড় আবরণের দ্বারা আচ্ছাদিত থাকে। এটি আমাদের আসল দেহ নয়। কিন্তু পরমেশ্বর ভগবানের ক্ষেত্রে এমন কোনও পার্থক্য নেই, দেহ-দেহী। আমাদের ক্ষেত্রে যেমন পার্থক্য রয়েছে... দেহিনোহস্মিন্ যথা দেহে (ভগবদগীতা ২.১৩)। দেহ এবং দেহী। দেহী মানে দেহের মালিক। ঠিক যেমন আমি বলি, "এটি আমার দেহ", আমি বলি না যে, "এটি আমি দেহ"। সকলেরই এই অভিজ্ঞতা রয়েছে। এমন কি একটি শিশুরও, ওর আঙ্গুলের দিকে নির্দেশ করে জিজ্ঞাসা করুন। সে বলবে, "এটি আমার আঙ্গুল"। কেউই বলে না, "আমি আঙ্গুল"। কারণ দেহ আর চিন্ময় আত্মার মাঝে পার্থক্য রয়েছে।"
|