BN/770125 কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু জগন্নাথপুরী
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"গো-রক্ষা। গাভীদের সুরক্ষা দিতে হবে। শ্রীকৃষ্ণ বলেছেন, 'কৃষি-গোরক্ষ্য'। শ্রীকৃষ্ণ বলেন নি, ছাগল রক্ষ্য বা শুয়োর রক্ষ্য। গো-রক্ষ্য। সুতরাং গাভীদের সুরক্ষা প্রদান করা হচ্ছে রাজা বা রাষ্ট্র বা সরকারের কর্তব্য। এটিই হচ্ছে শাস্ত্রের নির্দেশ। কিন্তু আজকাল রাষ্ট্র বা সরকার কেউই গাভীদের সুরক্ষা দিচ্ছে না। তারা হাজারো সমস্যার দ্বারা জর্জরিত হচ্ছে।" |
৭৭০১২৫ - কথোপকথন 'খ' - জগন্নাথপুরী |