BN/770126b কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু জগন্নাথপুরী

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"তাই আমাদের উচিত ভক্তি সংস্কৃতিকে সঠিক দিকে গ্রহণ করা এবং আমাদের জীবনকে সফল করা। আমাদের এই জ্ঞান, এই সংস্কৃতিকে বিশ্বজুড়ে বিতরণ করা উচিত। সেটিই হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর উদ্দেশ্য। জন্ম সার্থক করি কর পর-উপকার। আধুনিক সভ্যতা অত্যন্ত দুষ্ট সভ্যতা। কারণ এই মনুষ্য জীবনেই কেবল সুযোগ রয়েছে, অথাতো ব্রহ্মজিজ্ঞাসা - পরম সত্য সম্বন্ধে অনুসন্ধান করা। সুতরাং তারা যদি তা করতে অস্বীকার করে... এই জ্ঞান ভারতবর্ষে রয়েছে। যদি তারা তা গ্রহণ করতে অস্বীকার করে, তাহলে সেটি কোন সুসভ্যতা নয়। তাই আমি এখানে উপস্থিত বিদ্বজ্জন এবং পণ্ডিত আপনাদের সকলকে অনুরোধ করব এই কৃষ্ণভাবনামৃত আন্দোলনের সাথে সহযোগিতা করতে। আর এইভাবে চলুন আমরা সবাই একত্রে ভগবান শ্রীজগন্নাথের সংস্কৃতি প্রচারের লক্ষ্যে কাজ করি।"
৭৭০১২৬ - কথোপকথন - জগন্নাথপুরী