BN/770129 প্রাতঃ ভ্রমণ - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু ভুবনেশ্বর
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"ধর্ম মানে হচ্ছে আপনি ভগবানকে বিশ্বাস করেন এবং তাঁকে ভালবাসেন। ব্যাস্, ধর্ম মানে এই তিনটি শব্দ। 'আপনি ভগবানকে বিশ্বাস করেন' মানে আপনি ভগবানকে জানেন যে তিনি কে। আর তাঁকে ভালোবাসেন। ব্যাস্। এটিই হচ্ছে ধর্ম। সুতরাং এটা কোন ব্যাপার নয় যে আপনি ভগবানকে খ্রিস্টান পদ্ধতিতে জানছেন না কি হিন্দু পদ্ধতিতে। কিন্তু আপনি ভগবানকে ভালোবাসেন এবং তার নির্দেশগুলো মেনে চলেন, তার মানে আপনি ধার্মিক।" |
৭৭০১২৯ - প্রাতঃ ভ্রমণ - ভুবনেশ্বর |