"সুতরাং রোগ রয়েছে কিন্তু তার প্রতিকারও রয়েছে। চেতো-দর্পণ-মার্জনম্ (শ্রীচৈতন্য চরিতামৃত অন্ত্য ২০/১২)। আমরা ভুলভাবে বুঝছি। মানব সমাজ রাষ্ট্রসংঘের মাধ্যমে সবকিছু আপোস করতে চাইছে, কিন্তু তা সম্ভব নয়। রাষ্ট্রসংঘ তা করতে পারবে না। মেলবোর্নে আমি বলছিলাম, আমি রাষ্ট্রসংঘকে দায়ী করেছিলাম, "তারা হচ্ছে কতগুলি ঘেউ ঘেউ করা কুকুরের দল।" কারণ এই জড় স্তরে তোমরা কখনই একত্র হতে পারবে না। যদি তুমি এমনটাই মনে করে বসে থাকো যে 'আমি কুকুর', 'আমি বাঘ', 'আমি আমেরিকান', 'আমি ভারতীয়', 'আমি ব্রাহ্মণ', 'আমি শুদ্র,', তাহলে কোন ঐক্যবদ্ধ জাতিপুঞ্জের প্রশ্নই আসে না।"
|