"এই বৈদিক সংস্কৃতি, ভগবদগীতার উপদেশ ভারতবর্ষের ভূমিতে বলা হয়েছিল, যদিও তা কোন নির্দিষ্ট শ্রেণীর মানুষের বা নির্দিষ্ট কোন দেশের জন্য বলা হয় নি। এটি সকলের উদ্দেশ্যেই বলা হয়েছে - মনুষ্যানাং সহস্রেষু কশ্চিদ্ যততি সিদ্ধয়ে (ভগবদগীতা ৭/৩)-বিশেষ করে মনুষ্য জাতির জন্য। সুতরাং আমার অনুরোধটি হচ্ছে যে, আমরা হয়তো রাজনৈতিক উচ্চতর প্রভাবের লক্ষ্যে বিবাদ করতে পারি, কিন্তু আমরা কেন আমাদের প্রকৃত সংস্কৃতি, বৈদিক সংস্কৃতি, কৃষ্ণভাবনামৃতকে ভুলে যাব? সেটিই আমাদের অনুরোধ। সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, সমাজের নেতৃবৃন্দ, তাদের সকলের উচিত এই কৃষ্ণভাবনামৃতকে গ্রহণ করা। এবং শুধু তাদের নিজেদের দেশেই নয়, সারা বিশ্বজুড়ে তা প্রচার করা।"
|