"যতদিন পর্যন্ত তোমাকে এইভাবে একটা থেকে আরেকটা শরীর ধারণ করতে হবে, তোমাকে অবশ্যই ভুগতে হবে। এই দেহটি মানেই হচ্ছে ভোগান্তি। শ্রীকৃষ্ণ বলেছেন, জন্ম-মৃত্যু-জরা-ব্যাধি দুঃখ দোষানুদর্শনম্ (ভগবদগীতা ১৩/৯)। এটিই হচ্ছে আসল দুর্দশাভোগ যে, তোমাকে জন্মগ্রহণ করতে হবে, তোমাকে মরতে হবে, তোমাকে রোগে আর বার্ধক্যে ভুগতে হবে। কিন্তু তোমার প্রকৃত অবস্থাটি হচ্ছে 'ন হন্যতে হন্যমানে শরীরে' (ভগবদগীতা ২/২০)। ন জায়তে ন ম্রিয়তে বা কদাচিৎ। জন্মগ্রহণ করা আর মৃত্যুবরণ করা তোমার কাজ নয়। কিন্তু তুমি কেন ...দুঃখভোগ করছ? কেউই মরতে চায় না। তোমাকে মরতেই হবে। কেউই বৃদ্ধ হতে চায় না, কিন্তু তাকে বৃদ্ধ হতেই হবে। সুতরাং তুমি জানোই না যে ভোগান্তিটা কি আর কিভাবেই বা এর সমাধান করা যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, 'জন্ম-মৃত্যু-জরা-ব্যাধি দুঃখ দোষানুদর্শনম্। এটিই হচ্ছে জ্ঞান।"
|