BN/Prabhupada 0026 - প্রথমে শ্রীকৃষ্ণ যেখানে থাকেন সেখানে আপনাকে স্থানান্তরিত করা হবে



Morning Walk -- October 5, 1975, Mauritius

ভারতীয় ভদ্রলোকঃ স্বামীজী, বলা হয়েছে যে আমরা যেরকম কর্ম করব সেরকম শরীর পাব। তাই আমরা যদি কিছু করি তবে আমাদের অবশ্যই ভগবানের আইন অনুযায়ী জন্ম নিতে হবে।

শ্রীল প্রভুপাদঃ তোমাকে জন্ম নিতেই হবে। এটা সত্য। তুমি একে এড়াতে পারবে না। কিন্তু কর্ম অনুযায়ী তোমাকে জন্ম নিতে হবে।

ভারতীয় ভদ্রলোকঃ কিন্তু তাই ... এর মানে হল যে আপনি যা লিখেছেন তা পরিশোধ করুন। হ্যাঁ? তাই আপনি কি মনে করেন যে ...

শ্রীল প্রভুপাদঃ ধরুন যদি আপনার শার্টটি ছিঁড়ে যায়, আপনাকে একটি নতুন শার্ট কিনতে হবে। এখন দাম অনুযায়ী আপনাকে শার্টটি কিনতে হবে। যদি আপনি ভাল দাম দিতে পারেন, তো ভাল জামা পাবেন। যদি আপনার কাছে টাকা না থাকে, তাহলে আপনি একটি বাজে জামা কিনতে পারবেন। ব্যাস্।

ভারতীয় ভদ্রলোকঃ স্বামীজী, আমি বলছিলাম যে নরকও এই পৃথিবীতেই আছে। কারণ আপনি কি মনে করেন যে আমারা কোথায় আমাদের ঋণ চুকোতে পারি? পাপ, আমাদের পাপের ঋণ আপনি কোথায় মনে করেন যে সেই ঋণ চুকোতে পারব? পাতালে .....যা কি না...

শ্রীল প্রভুপাদঃ নরক হচ্ছে পাপের শাস্তি দেয়ার স্থান।

ভারতীয় ভদ্রলোকঃ এইজন্যেই নরক এই পৃথিবীতেই আছে।

শ্রীল প্রভুপাদ : পৃথিবীতে কেন ?

ভারতীয় ভদ্রলোকঃ পৃথিবী গ্রহেই, তাই না ?

শ্রীল প্রভুপাদ : না। এটা হতে পারে...

ভারতীয় ভদ্রলোকঃ অন্য কোনো গ্রহে?

শ্রীল প্রভুপাদ : কোটি কোটি মাইল দূরে।

ভারতীয় ভদ্রলোকঃ কিন্তু এটি সনাক্ত করা যায় না ...শুধুমাত্র একটি নরক আছে একটি জায়গা অথবা প্রদা (?) অন্য জায়গায় অবস্থিত? আপনি কি এমনটাই ভাবেন স্বামীজী ?

শ্রীল প্রভুপাদ : হ্যাঁ আলাদা আলাদা গ্রহ আছে।

ভারতীয় ভদ্রলোকঃ অনেক লোকেরা এই পৃথিবীতে কষ্ট পায়।

শ্রীল প্রভুপাদ: সুতরাং ওরা আগে নরকে গিয়ে শাস্তি পায় অভ্যাস করতে আর তারপর এখানে আসে সেই একই ভোগান্তির জীবন যন্ত্রণা ভোগ করতে।

ভারতীয় ভদ্রলোকঃ যখন আত্মা শরীর থেকে বেরিয়ে যায় তখন ওটা নরকে যায় অথবা...

শ্রীল প্রভুপাদঃ নারকীয় গ্রহে।

ভারতীয় ভদ্রলোকঃ ভূগোলার্ধ... না কি সঙ্গে সঙ্গে জন্ম নেয়?

শ্রীল প্রভুপাদঃ হ্যাঁ। যারা অনেক পাপী তাদের সঙ্গে সঙ্গে জন্ম হয় না। প্রথমে তারা নরকে প্রশিক্ষণ পায় যে কিভাবে কষ্ট ভোগ করতে হয়। অভ্যস্ত হয়ে ওঠে এবং তারপর তাদের জন্ম হয়, তারপর আরও যন্ত্রণা ভোগ করে। যেমন আপনি আই.এ.এস পাস করলেন। তারপর আপনি ম্যাজিস্ট্রেটের সহকারী হন। শেখেন। তারপর আপনাকে ম্যাজিস্ট্রেট পদে দেয়া হয়। এমনকি যদি আপনি ভগবানের ধামে ফিরে যাবার জন্যে উপযুক্তও হয়ে যান , আপনাকে প্রথমে স্তানান্তরিত হতে হবে সেই ধাম বা লোকে যেখানে শ্রীকৃষ্ণ উপস্থিত আছেন আর সেখানে আপনি তখন অভ্যস্ত হয়ে যাবেন। তারপর আপনি মূল বৃন্দাবনে যেতে পারবেন।

ভারতীয় ভদ্রলোকঃ অতএব, আমাদের মৃত্যুর পর...

শ্রীল প্রভুপাদঃ ভগবানের সকল আয়োজনই নিখুঁত। পূর্ণম্, পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণম্ (ঈশোপনিশদ আবাহন) যা কিছু ভগবান দ্বারা নির্মিত, সেটাই নিখুঁত।