BN/Prabhupada 0033 - মহাপ্রভুর নাম হল "পতিত পাবন"



Morning Walk -- October 4, 1975, Mauritius

পুষ্ট কৃষ্ণঃ আজকাল সরকার সবচাইতে ভয়ানক পাপকাজও সমর্থন করছে। সুতরাং সাধারণ মানুষকে সংশোধন করা কিভাবে সম্ভব?

শ্রীল প্রভুপাদঃ তুমি কি বলতে চাইছো যে সরকার নির্ভুল ?

পুষ্ট কৃষ্ণঃ না।

শ্রীল প্রভুপাদঃ তাহলে? তাদেরকে অবশ্যই সরানো উচিৎ। আজকাল, সরকার মানে, সবাই বদমাশ। ওরা কতগুলো বদমাশদের দ্বারা নির্বাচিত হচ্ছে আর ওরা নিজেরাও বদমাশ। এই হচ্ছে সমস্যা। তুমি যেখানেই যাও না কেন, শুধু বদমাশদের দেখা মিলবে। 'মন্দ'। এদের সংজ্ঞা দেয়া হয়েছে, 'মন্দ'। এমনকি আমাদের দলেও অনেক বদমাশ আছে। শুধু রিপোর্টটা দেখ। যদিও তারা সংশোধিত হতে এসেছে, তারাও বদমাশ। ওরা নিজেদের বদমাশি অভ্যাসগুলো ত্যাগ করতে পারে না। তাই একে সাধারণ শ্রেণীভুক্ত করা হয়েছে , 'মন্দ' সবাই খারাপ।" কিন্তু একমাত্র পার্থক্য এই যে আমাদের শিবিরে খারাপ লোকদের সংশোধন করা হচ্ছে, বাইরে এমন কোণ সংশোধন উদ্যোগ নেই। আমাদের আশা আছে যে তারা ক্রমান্বয়ে ভালো হবে, কিন্তু কৃষ্ণভাবনামৃতের বাইরে সেই আশাটিও নেই, এই হচ্ছে পার্থক্য। অন্যথায় সবাই খারাপ। কোনো পার্থক্য করা ছাড়াই তুমি বলতে পর। মন্দঃ সুমন্দ- মতয়ো (ভাগবত ১.১.১০) এখন, সরকার কিভাবে ভালো হতে পারে? সেটিও খারাপ। মহাপ্রভুর এক নাম হলো পতিতপাবন; তিনি সকল পতিত মানুষদের উদ্ধার করছেন। এই কলিযুগে কোনোই ভালো মানুষ নেই - সবাই খারাপ। এই সমস্ত বাজে লোকেদের সাথে মিশতে গেলে তোমাদের খুব শক্তিশালী হতে হবে।