BN/Prabhupada 0069 - আমি মারা যাচ্ছি না



Conversation Pieces -- May 27, 1977, Vrndavana

কীর্তনানন্দঃ আপনি যদি সুস্থ না হোন, তবে আমরা সুখী হবো না।

প্রভুপাদঃ আমি সবসময়ই সুস্থ আছি।

কীর্তনানন্দঃ আপনি কেন আপনার বার্ধক্য আমাদের দিচ্ছেন না?

প্রভুপাদঃ আমি যখন দেখব যে সবকিছু সুন্দরভাবে চলছে, তখন আমি সুখী হবো। এই দেহ দিয়ে কি হবে? দেহ তো দেহই। আমরা দেহ নই।

কীর্তনানন্দঃ ইনি কি পুরুদাস নন, যিনি তার পিতাকে তার যৌবন প্রদান করেছিলেন?

প্রভুপাদঃ হুম?

রামেশ্বরঃ যযাতি। রাজা যযাতি তার বার্ধক্য বিনিময় করেছিলেন।

কীর্তনানন্দঃ তার পুত্রের সাথে। আপনি এটি করতে পারেন।

প্রভুপাদঃ (হাসি) কে করেছিল?

রামেশ্বরঃ রাজা যযাতি।

প্রভুপাদঃ আহ। যযাতি। না, কেন? তুমি আমার দেহ। তাই তুমি বেঁচে থাক। এখানে কোন পার্থক্য নেই। ঠিক যেমন আমি কাজ করছি, তাই এখানে আমার গুরুদেব শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ রয়েছেন। শারীরিকভাবে তিনি হয়ত উপস্থিত নেই, কিন্তু প্রতিটি কর্মের মধ্যে তিনি রয়েছেন। আমি মনে করি প্রকৃতপক্ষে আমি তাই লিখেছি।

তমালকৃষ্ণঃ হ্যাঁ, ভাগবতমে এটি রয়েছে যে, "যিনি তাঁর সাথে থাকেন, তিনি নিত্যকাল বেঁচে থাকেন। যিনি তাঁর কথা মনে রাখেন, তিনি চিরকাল বেঁচে থাকেন।"

প্রভুপাদঃ সুতরাং আমি মারা যাচ্ছি না। কীর্তির যস্য স জীবতিঃ "যিনি উল্লেখযোগ্য কিছু করেছেন, তিনি চিরকাল বেঁচে থাকেন।" তিনি মরেন না। এমন কি আমাদের ব্যবহারিক জীবনেও... অবশ্য, এটি জাগতিক, কর্মফল। একজন কে তার কর্ম অনুযায়ী পরবর্তী দেহ ধারণ করতে হয়। কিন্তু ভক্তদের ক্ষেত্রে এরকম নয়। সে সর্বদাই শ্রীকৃষ্ণের সেবার জন্য একটি দেহ ধারণ করে। তাই এখানে কোন কর্মফল নেই।