BN/Prabhupada 0076 - কৃষ্ণকে সর্বত্র দেখুন



Ratha-yatra -- San Francisco, June 27, 1971

যখন তোমার চোখ ভগবানের প্রতি প্রেম রূপ অঞ্জনের দ্বারা রঞ্জিত থাকবে, তখন তুমি সর্বত্রই তাঁকে দেখতে পাবে। এটি হচ্ছে শাস্ত্রের নির্দেশনা। আমাদেরকে ভগবানের প্রতি ভালোবাসা বর্ধিত করার মাধ্যমে আমাদের দৃষ্টি শক্তির উন্নতি ঘটাতে হবে। প্রেমাঞ্জনচ্ছুরিত ভক্তিবিলোচনেন (ব্রহ্মসংহিতা ৫.৫৮)। কেউ যখন কৃষ্ণভাবনামৃতে যথেষ্ট উন্নতি লাভ করে, যেখানেই সে যায়, সে সর্বদাই তার হৃদয়ে এবং সর্বত্র ভগবানকে দেখতে পায়, সুতরাং এই কৃষ্ণভাবনামৃত আন্দোলন হচ্ছে একটি উদ্যোগ কিভাবে ভগবানকে দেখা যায়, শ্রীকৃষ্ণকে দেখা যায়, এই ব্যাপারে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। অভ্যাসের মাধ্যমে আমরা শ্রীকৃষ্ণকে দেখতে পারি। ঠিক যেমন শ্রীকৃষ্ণ বলেছেন, রসোহহমপ্সু কৌন্তেয় (ভগবদ্গীতা ৭.৮)। শ্রীকৃষ্ণ বলেছেন, "আমি জলের স্বাদ।" আমরা প্রতিদিন জল পান করি, একবার, দুবার, তিনবার নয় আরও বেশী বার। তো যখনই আমরা জল পান করব, যদি আমরা ভাবি যে জলের এই স্বাদটা হচ্ছেন শ্রীকৃষ্ণ, তৎক্ষণাৎ আমরা কৃষ্ণভাবনাময় হয়ে উঠব। কৃষ্ণভাবনাময় হওয়াটা খুব কঠিন কাজ নয়। আমাদেরকে শুধু এটি অভ্যাস করতে হবে।

যেমন এটি একটি উদাহরণ কিভাবে কৃষ্ণভাবনাময় হওয়া যায়। যখনই তুমি জল পান কর, সাথে সাথে তুমি পরিতৃপ্ত হও, তোমার তৃষ্ণা নিবারিত হয়, তৎক্ষণাৎ তুমি ভাববে যে এই তৃষ্ণা নিবারনের ক্ষমতাটা হচ্ছেন শ্রীকৃষ্ণ। প্রভাস্মি শশিসূর্যয়োঃ। শ্রীকৃষ্ণ বলেছেন, "আমি সূর্যের আলোক। আমি চন্দ্রের প্রভা।" সুতরাং দিনের বেলা আমরা সবাই সূর্যের আলো দেখতে পাই। যখনই তুমি সূর্যের আলো দেখবে, তৎক্ষণাৎ তুমি শ্রীকৃষ্ণে স্মরণ করতে পার, "হরে কৃষ্ণ।" যখনই তুমি রাত্রিবেলা চাঁদের আলো দেখবে, তৎক্ষণাৎ তুমি শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পার, "হরে কৃষ্ণ।" এইভাবে তুমি যদি অভ্যাস কর, তাহলে অনেক ঘটনা, অনেক উদাহরণ দেয়া হয়েছে ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ে, যদি তুমি যত্ন সহকারে পড়, কিভাবে কৃষ্ণভাবনামৃত অনুশীলন করা যায়। সেই সময় , যখন তুমি শ্রীকৃষ্ণকে ভালোবাসার ক্ষেত্রে পরিপক্কতা লাভ করবে, তখন তুমি শ্রীকৃষ্ণকে সর্বত্রই দেখতে পাবে। শ্রীকৃষ্ণকে দেখার জন্য তোমাকে কারো সাহায্য করতে হবে না। কিন্তু শ্রীকৃষ্ণ তোমার সম্মুখে প্রকাশিত হবেন, তোমার ভক্তি, তোমার ভালোবাসার দ্বারা। সেবোন্মুখে হি জিহ্বাদৌ স্বয়মেব স্ফুরত্যদঃ (ভক্তিরসামৃতসিন্ধু ১.২.২৩৪)। যখন কারো সেবা মনোভাব থাকে, যখন কেউ বুঝতে পারে যে "আমি হচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস," তখন শ্রীকৃষ্ণ তোমাকে সাহায্য করবেন তাঁকে দেখার জন্য।

ভগবদ্গীতায় এটি উল্লেখ করা হয়েছে,

তেষাং সততযুক্তানাং
ভজতাং প্রীতিপূর্বকম্‌
দদামি বুদ্ধিযোগং তং
যেন মামুপযান্তি তে
(ভগবদ্গীতা ১০.১০)।