BN/Prabhupada 0127 - একটি মহান প্রতিষ্ঠান খামখেয়ালীপনার দ্বারা নষ্ট হয়ে গেছে



Lecture on SB 1.2.11 -- Vrndavana, October 22, 1972

তারপর ... আমার গুরু মহারাজ বলতেন, "কৃষ্ণকে দেখতে চেষ্টা করো না; কিছু কর যাতে কৃষ্ণ আপনাকে দেখতে পারেন। "এটা প্রয়োজন। যদি কৃষ্ণ, যদি আপনি কৃষ্ণতে একটু মনোযোগ আকর্ষণ করতে পারেন। যৎকারুণ্যকটাক্ষ-বৈভবতাম্‌, কটাক্ষ বৈভবতাম্‌... প্রবোধানন্দ সরস্বতী ঠাকুর বলেছেন, যদি তুমি যেভাবেই হোক কৃষ্ণের মনোযোগ আকর্ষন করলে পারো, তোমার জীবন সফল হবে। সঙ্গে সঙ্গে, এবং কিভাবে তুমি মনোযোগ আকর্ষণ করবে? ভক্তামাম্‌ অভিজানাতি (ভ.গী.১৮.৫৫) শুধুমাত্র কৃষ্ণের সেবার দ্বারা। সেবা করো, কৃষ্ণের সেবা করো, যেটা আধ্যাত্মিক গুরুর আদেশ। কারণ আধ্যাত্মিক গুরু কৃষ্ণের প্রতিনিধী। আমরা প্রত্যক্ষভাবে কৃষ্ণের সান্নিধ্য লাভ করতে পারি না। যস্য প্রসাদাদ ভগবৎ প্রসাদো। যদি আপনার বিশ্বস্ত আধ্যাত্মিক গুরু থাকে, কৃষ্ণের প্রতিনিধি, তবে এটি খুব কঠিন হয় না। প্রত্যেকেই কৃষ্ণের প্রতিনিধি হতে পারে। কিভাবে? যদি আপনি কোনও বৈষম্য ছাড়া কৃষ্ণের বার্তা বহন কর। তাহলেই হবে।

যেমন চৈতন্য মহাপ্রভু বলেছেন, আমার আজ্ঞায় গুরু হৈয়া (চৈ.চ.মধ্য ৭.১২৮),"আপনি আমার আদেশের অধীনে একজন আধ্যাত্মিক গুরু হন।" তাই যদি আপনি চৈতন্য মহাপ্রভুর আদেশ পালন করেন, তবে আপনি গুরু হবেন। আমার আজ্ঞায় গুরু হৈয়া। দুর্ভাগ্যবশত, আমরা এই আদেশ পালন করতে চাই না। আমরা আমাদের নিজস্ব উপায় তৈরী করি। আমরা একটি বাস্তব অভিজ্ঞতা পেয়েছি, কিভাবে একটি মহান প্রতিষ্ঠান অদ্ভুত উপায়ে হারিয়ে গিয়েছিল। আধ্যাত্মিক গুরুর আদেশ বহন ছাড়াই, তারা কিছু উৎপাদন করেছিল এবং পুরো জিনিস হারিয়ে গেছে। অতএব বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আধ্যাত্মিক গুরুর কথায় অনেক জোর দেন। ব্যবসায়িত্মা বুদ্ধি একেহ কুরু নন্দন (ভ.গী ২.৪১) আপনি যদি আধ্যাত্মিক গুরুর আদেশে জুড়ে থাকেন, তাহলে, আপনার নিজের সুবিধা বা অসুবিধা দেখা ছাড়াই, তাহলে আপনি সঠিক।

যস্যা দেবা পরা ভক্তির
যথা দেবা তথা গুরৌ
তস্যাস্তে হি অর্থ
প্রকাশান্তে মহাত্মনঃ
(স.উ.৬.২৩)

এটি সব কর্তৃপক্ষের নিশ্চিতকরণ। আমাদেরকে কৃষ্ণের সত্যিকারের প্রতিনিধির খুব বিশ্বস্তভাবে আদেশ বহন করতে হবে। তাহলে আমাদের জীবন সফল হবে। আমরা বুঝতে পারবো কৃষ্ণই হচ্ছে পরম সত্য। বেদান্ত তৎ তত্ত্ববিদস তত্ত্বম (শ্র.ভা. ১.২.১১) আমাদের শুনতে হবে তত্ত্ববিদের কাছ থেকে, তথাকথিত পন্ডিত ও রাজনীতিবিদদের কাছ থেকে নয়। না। যে সত্য জানে, আপনাকে তার কাছ থেকে শুনতে হবে। এবং যদি আপনি সেই নীতিতে থাকেন, তাহলে আপনি সবকিছু খুব স্পষ্ট বুঝতে পারবেন।

আপনাদের অনেক ধন্যবাদ।