BN/Prabhupada 0202 - কে একজন প্রচারকের চেয়ে ভাল প্রেম করতে পারে



Morning Walk -- May 17, 1975, Perth

অমোঘঃ অস্ট্রিচ্‌ মাটির গর্তে ওদের মাথা ঢুকিয়ে রাখে

প্রভুপাদঃ: হ্যাঁ।

পরমহংসঃ কিন্তু কিছু অগ্রগতি অবশ্যই থাকবে, কারণ অনেকেই হরে কৃষ্ণ আন্দোলনে যোগদান করছে।

প্রভুপাদঃ তারা প্রকৃত অগ্রগতি করছে। ভব-মহা-দাবাগ্নি-নির্বাপনম। তাদের এই জড় উদ্বেগ দূর হবে। তারা অগ্রগতি করছে। চেত-দর্পন-মার্জনম ভব-মহা-দাবাগ্নি-নির্বাপনম (চৈ.চ.অন্ত ২০.১২) হরে কৃষ্ণ কীর্তন দ্বারা তাদের হৃদয় পরিষ্কার হবে, এবং যখনি এটা সম্পূর্ণ পরিষ্কার হবে, জড় অস্তিত্বের সমস্যা দূর হবে। আর কোন উদ্বেগ থাকবে না।

পরমহংসঃ তাদের সুখী বলে মনে হচ্ছে, কিন্তু ... কৃষ্ণের ভক্তরা সুখী, কিন্তু তারা হাতে কলমে খুব একটা কাজ করে না তারা সবসময় নাচে গায় আর টাকা চায়। কিন্তু তারা কাজ করে না। আমরা অনেক কাজ করছি।

প্রভুপাদঃ নাচ কি কাজ করা নয়? এবং বই লিখা কি কাজ নয়? বই বিক্রি করা কাজ নয়? তাহলে কাজ কোনটা? হুঁ? বাঁদরের মতো লাফানোকে কাজ করা বলে? হ্যাঁ? ওটা কাজ করা?

অমোঘঃ আমরা মানুষদের সাহায্য করছি, ঠিক যেভাবে হাসপাতালে বা মাদকাসক্তি ছাড়াতে করা হয়

প্রভুপাদঃ না, তুমি কিভাবে ওদের সাহায্য করছ? তুমি কি মনে কর কেউ হাসপাতালে গেলে আর মরবে না? তাহলে কিভাবে তুমি ওদের সাহায্য করছ? তুমি ভাবছ তুমি সাহায্য করছ?

অমোঘঃ কিন্তু সে তো বেশিদিন বাঁচছে?

প্রভুপাদঃ এটা আরেকটি মূর্খতা। তুমি কত দিন বেঁচে থাকতে পারবে? মৃত্যু আসলে তুমি আর এক মুহূর্তও বাঁচতে পারবে না যখন একজন মানুষের মৃত্যু আসে, তার জীবন শেষ হয়। তোমাদের ইনজেকশন, ঔষধ কি এক মিনিটের জন্যও বেশি বাঁচাতে পারে? কোন ঔষধ আছে?

অমোঘঃ মনে হচ্ছে আছে।

প্রভুপাদঃ না ...

অমোঘঃ মাঝে মাঝে যখন তারা ঔষধ দেয় তখন তারা দীর্ঘকাল বেঁচে থাকে।

পরমহংসঃ ওরা বলে যে হৃদযন্ত্র প্রতিস্থাপনের মাধ্যমে বেশিদিন বাচিয়ে রাখতে পারবে

প্রভুপাদঃ তারা বলতে পারে, তারা... আমরা তাদের মূর্খ হিসাবে ধরি, কেন আমরা তাদের কথা নেব? আমাদের অদেরকে কেবল মূর্খ ধরা উচিত। (কেউ পটভূমিতে বাজেভাবে কথা বলছে;

প্রভুপাদ ওদের চিৎকার করে থামালেন (হাসি) আরেকটা মূর্খ জীবন উপভোগ করছে। সারা পৃথিবী মূর্খ বদমাশে পূর্ণ হয়ে গেছে আমাদের নৈরাশ্যবাদী হওয়া উচিত। এই দুনিয়া সম্পর্কে কখনই আশাবাদী হওয়া উচিত না নৈরাশ্যবাদী না হলে ভগবানের কাছে ফিরে যেতে পারবে না যদি এতোটুকুও আসক্তি থাকে যে "এটা ভাল" - তাহলে তোমাকে আবারও এখানেই থাকতে হবে হ্যাঁ। কৃষ্ণ এতোটাই কঠোর।

পরমহংসঃ কিন্তু যীশু বলেছেন: "ভাইকে নিজের মতো করে ভালবাস।" সুতরাং যদি আমরা আমাদের ভাইকে ভালবাসি ...

প্রভুপাদঃ আমরা প্রেমময়। আমরা কৃষ্ণ ভাবনামৃত দিচ্ছি। সেটা প্রেমময়, আমরা তাদের শাশ্বত জীবন দিচ্ছি, অনন্ত আনন্দ দিচ্ছি। যদি আমরা তাদের ভালই না বাসি তাহলে কিভাবে ওদের জন্য এতো কষ্ট করতে পারছি? প্রচারককে জনগণকে ভালবাসতে হবে অন্যথায় কেন তিনি এতো কষ্ট স্বীকার করছেন? তিনি নিজের বাড়িতে কেবল নিজের জন্যই করতে পারতেন। কেন তিনি এত কষ্ট করছেন? আশি বছর বয়সে আমি কেন এখানে এসেছি যদি আমি ভালো না বাসি? সুতরাং কে একজন প্রচারকের চেয়ে বেশী ভালোবাসতে পারেন? তিনি এমনকি পশুদেরও ভালবাসেন। এই জন্যই তারা প্রচার করছে, "মাংস খাবেন না।" বদমাশেরা, ওরা কি পশুদেরকে ভালোবাসে? ওরা ওদের খাচ্ছে আর বলছে দেশকে ভালবাসে, ব্যাস। কেউ ভালবাসে না, এটা কেবল ইন্দ্রিয় তৃপ্তি। কেউ যদি ভালবাসে, তবে তিনি কৃষ্ণভাবনাময় কেউ। সব বদমাশ। তারা তাদের নিজস্ব ইন্দ্রিয় তৃপ্তির পর, এবং তারা একটি সাইনবোর্ড টাঙায়, "আমি প্রত্যেককে ভালোবাসি।" এই তাদের ব্যবসা। এবং বোকা মানুষ গ্রহণ করছে, "ওহ, এই মানুষটি খুবই মানবপ্রেমিক।" তিনি কোন মানুষকে ভালোবাসেন না তিনি শুধুমাত্র ইন্দ্রিয়কে ভালবাসেন। ইন্দ্রিয়ের দাস, ব্যাস্‌ ।