BN/Prabhupada 0328 - এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন মানে সবাইকে একজোট করা



University Lecture -- Calcutta, January 29, 1973

এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সকলের জন্য গ্রহণীয়। এটা বিশ্বের সমস্ত সমস্যার সমাধান করতে পারে- রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয়, সমস্ত কিছু। এটা সকলের গ্রহণীয়। তাই আমার অনুরোধ যে আমি এখন আমরা আমেরিকান ভক্ত এবং ইউরোপিয়ান ভক্তদের সাথে কাজ করছি। ভারতীয় রা কেন নয়? আমার মনে হয় এই বৈঠকে অনেক যুবক পুরুষ, শিক্ষিত এবং বিদ্যমান আছেন। এই আন্দোলনে যোগদান করুন এবং চৈতন্য মহাপ্রভুর আদেশ অনুসারে,

ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার
জন্ম সার্থক করি করো পরোপকার
(চৈ. চ. আদি ৯.৪১)

এটি সারা বিশ্বের জন্য কল্যাণমূলক কার্যক্রম করার সময়। সমস্ত জায়গায়, সকলে ভ্রমের মধ্যে আছে। আপনি জানেন যে পশ্চিমী দেশের হিপ্পি আন্দোলন। হিপ্পি আন্দোলন কী? তারাও শিক্ষিত, অনেক ধনী পরিবার থেকে এসেছে, কিন্তু তারা তাদের পিতা এবং পিতামহের পরিবেশ প্রণালী গ্রহণ করতে চায় না। তারা প্রত্যাখ্যাত হয়েছেন। সুতরাং এই হচ্ছে সুবর্ণ সুযোগ সারা বিশ্বে কৃষ্ণ পথের প্রচার করা। দেশের কিছু জায়গা আপনাদের দেশ থেকে পাকিস্তানের অর্ন্তর্গত হয়ে গেছে বলে আপনি অনুশোচনা করছেন কিন্তু যদি আপনি এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সারা বিশ্বে ছড়িয়ে দেন, তাহলে সারা বিশ্ব হিন্দুস্তান হয়ে যাবে। এর অনেক ক্ষমতা। আমি আপনাদেরকে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। লোকেরা এটি হন্যে হয়ে চাইছে। যখন আমি ভারতবর্ষে ছিলাম, বাস্তবিক আমি আমার সময় অপচয় করেছি। ভারতের বাইরে, এটি এতই গুরুত্ব সহকারে গ্রহণ করা হয়েছে যে আমার প্রতিটি মুহূর্তের সঠিকভাবে ব্যবহার করা হয়েছে

তাই আমি এই বিশ্ববিদ্যালয়ে এসেছি এই আশা করে যে তোমাদের মধ্যে কেউ হয়ত সত্যিকারের ব্রাহ্মণ হয়ে উঠবে। সংস্কৃত বিভাগ ব্রাহ্মণদের জন্য। পঠন পাঠন যজন যাজন দান প্রতিগ্রহ। একজন ব্রাহ্মণ কে পন্ডিত বলা হয়। কেন? কারণ একজন ব্রাহ্মণকে অবশ্যই শিক্ষিত হতে হয়। ব্রাহ্মণ কে বোকা বলা হয় না। সুতরাং এই বিভাগ, সংস্কৃত বিভাগ, ব্রাহ্মনদের জন্য। সুতরাং আমি চাই যে তোমরা অবশ্যই এই আন্দোলনে যোগদান করো, পাশ্চাত্য দেশ গুলিতে যাওয়ার জন্য, চৈতন্য মহাপ্রভুর এই আদর্শ পথের প্রচার করুন। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম। এটার খুব প্রয়োজন। অবশ্যই আমরা অনেক মন্দির স্থাপন করেছি, কিন্তু আমাদের আরও মন্দির স্থাপন করতে হবে। রাধা-কৃষ্ণ মন্দির, চৈতন্য মহাপ্রভুর মন্দির, বিশ্বের সমস্ত গ্রাম, সমস্ত শহরে। এখন আমাদের সমস্ত কেন্দ্রে, আমরা ভক্তদের বাসে করে পাঠাচ্ছি। তারা ইউরোপ ও আমেরিকার অভ্যন্তরে, গ্রামগুলিতে যাচ্ছে, এবং সকলে খুব ভালভাবে গ্রহণ করছে। বিশেষত ইংল্যান্ডে, তারা গ্রামে গ্রামে যাচ্ছে। তারা খুব সুন্দর ভাবে এটি গ্রহন করছে। এই পথটি খুবই সুন্দর। এমনকি খ্রিস্টান পাদ্রী তারা বিস্মিত। তারা হতাশ বোস্টনের একজন পাদ্রী, তিনি পুস্তিকা জারি করেছেন যে," এই বালক গুলি আমাদের খ্রীষ্টান এবং ইহুদিদের বালক। এই আন্দোলনে যোগদানের পরে তারা আর চার্চে আসছে না। তারা ভগবানের জন্য পাগল হয়ে আছে। তারা এটা স্বীকার করেছে। খ্রীষ্টান পাদ্রীবর্গ আমাদের বিরুদ্ধে নয়। যারা বুদ্ধিমান তারা স্বীকার করছে যে "স্বামীজী বাস্তব কিছু দিচ্ছেন"। তাদের পিতা এবং গুরুজনরা এলেন। প্রণাম করেছেন তারা বললেন,"স্বামীজী আমাদের অনেক সৌভাগ্য যে আপনি আমাদের দেশে এসেছেন। আমি একাই কাজ করছি, এবং এই কৃষ্ণভাবনামৃত উপলব্ধি করছি। এবং যদি এই বিশ্ববিদ্যালয়ের কোনো বিদ্যবান ব্যক্তি আসেন এবং এই আন্দোলন শিক্ষা দেন ... এটা বোঝানোর জন্য যে, ব্রাহ্মণের কাজ হল প্রচার। ব্রহ্ম জানাতি। আমাদের অবশ্যই ব্রহ্মকে জানতে হবে এবং ব্রহ্মজ্ঞান বিতরণ করতে হবে। এটাই ব্রাহ্মণের কর্ম।