BN/Prabhupada 0541 - যদি আমাকে ভালবাস, তাহলে আমার কুকুরকেও ভালবাস



Sri Vyasa-puja -- Hyderabad, August 19, 1976

আপনি ভগবান শব্দ ব্যাখ্যা করতে পারবেন না। সেটা সম্ভব নয়। এবং ধর্ম অর্থাৎ ধর্মং তু সাক্ষাদ্‌ ভগবৎপ্রণিতম্‌ (শ্রীমদ্ভাগবতম ৬।৯।১৩)। আপনি আপনার বাড়িতে এক ধরণের ধর্মীয় ব্যবস্থা তৈরি করতে পারবেন না। এসব হচ্ছে উৎপাত, এটি অনর্থক। ধর্ম অর্থাৎ সাক্ষাদ্‌ ভগবৎ প্রণীতম্‌। ঠিক আইনের মতো। আইন মানে সরকার যা দেয়। আপনি আপনার বাড়িতে আইন তৈরি করতে পারবেন না। ধরুন, রাস্তায়, সাধারণ জ্ঞান অনুযায়ী, সরকারী আইনটি ডানদিকে খাকা বা বামে খাকা। আপনি বলতে পারবেন না "আমি যদি ডান বা বামে যাই তবে সেখানে কী সমস্যা?" না, আপনি পারবেন না। তাহলে আপনি অপরাধী হবেন। একইভাবে আজকাল ... আজকাল নয় - বহু কাল থেকেই বহু ধর্মীয় ব্যবস্থা রয়েছে। অনেক। কিন্তু প্রকৃত ধর্মীয় ব্যবস্থা হল যা ভগবান বা শ্রীকৃষ্ণ বলেছেন। সর্ব ধর্মান্‌ পরিত্যজ্য মাম্‌ একম্‌ শরণম্‌ ব্রজ (শ্রীমদ্ভগবদ্গীতা ১৬।৮৮)। এটাই ধর্ম। সরল। আপনি ধর্ম তৈরি করতে পারবেন না।

অতএব শ্রীমদ্ভাগবতমের সূচনাটি হল, ধর্ম প্রোজ্ঝিত কৈতবোহত্র পরমো নির্মৎসরাণাম্‌ (শ্রীমদ্ভাগবতম ১।১।২)। সুতরাং ... কেউ ঈর্ষা করতে পারে, এই ব্যক্তি কিছু শিষ্যকে পরিশীলিত করেছে তারা প্রার্থনা ও পূজা করছে। না, এটা প্রণালী নয়। হিংসা করবেন না ... আচার্যম্‌ মাম্‌ বিজানীয়াৎ নাবমান্যতে কর্হিচিৎ (শ্রীমদ্ভাগবতম ১১।১৭।২২)। আচার্য হলেন ভগবান প্রতিনিধি। যস্য প্রসাদাদ্‌ ভগবৎপ্রসাদো। আপনি যদি আচার্যকে প্রার্থনা করুন, সম্মান দিন, তখন শ্রীকৃষ্ণ, পরম ভগবান সন্তুষ্ট। তাঁকে সন্তুষ্ট করতে আপনাকে তাঁর প্রতিনিধিকে সন্তুষ্ট করতে হবে। "আপনি যদি আমাকে ভালোবাসেন তবে আমার কুকুরটিকে ভালবাসুন।" এবং শ্রীমদ্ভগবদ্গী‌তায় আচার্য উপাসনম্‌ বলা হয়েছে। আচার্য উপাসনম্‌ (শ্রীমদ্ভগবদ্গীতা ১৩.৮-১২)। আচার্যকে আমাদের পূজা করা উচিত।

যস্য দেবে পরা ভক্তির
যথা দেবে তথা গুরৌ
তস্যৈতে কথিত হি অর্থা
প্রকাশন্তে মহাত্মনঃ
(শ্বেতাশ্বতর উপনিষদ ৬।২৩ )।

তদ্‌ বিজ্ঞানার্থম্‌ স গুরুম্‌ এবাভিগচ্ছেৎ (মুন্ডক উপনিষদ ১।২।১২ )।

তস্মাদ্‌ গুরুম্‌ প্রপদ্যেৎ
জিজ্ঞাসু শ্রেয় উত্তমম্‌
শাব্দে পারে চ নিষ্ণাতম্‌
ব্রহ্মণি উপসমশ্রয়াম
(শ্রীমদ্ভাগবতম ১১।৩।২১)।

তদ্ বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া (শ্রীমদভগবদ্গীতা ১১।৩।২১)। গুরুকে অবশ্যই পরম্পরা ধারায় থাকা উচিত। তাহলে তিনি প্রকৃত গুরু। নইলে সে একটা বদমাশ পরম্পরার মাধ্যমে আসতে হবে, এবং সেই অতীন্দ্রিয় বিজ্ঞান তদ্ বিজ্ঞানার্থম্‌ বোঝার জন্য আপনাকে গুরুর কাছে যেতে হবে। আপনি বলতে পারবেন না যে "আমি বাড়িতে বুঝতে পারি।" না। এটা সম্ভব নয়। এটি হল সস্ত শাস্ত্রের নির্দেশ। তস্মাদ্‌ গুরুম্‌ প্রপদ ...গুরু কার দরকার? গুরু গ্রহণ করা কোনও চলিত প্রথা নয় যেমন আপনি একটি কুকুরকে চলিত প্রথা হিসাবে রাখেন, আধুনিক সভ্যতা, একইভাবে একটি গুরু গ্রহণ করা। না, তেমন নয়। কার গুরুর দরকার? তস্মাদ্‌ গুরুম্‌ প্রপদ্যতে জিজ্ঞাসু শ্রেয় উত্তমম্‌ (শ্রীমদ্ভাগবতম ১১।৩।২১)। যিনি আসলে আত্মার বিজ্ঞানটি বুঝতে গুরুতর। তদ বিজ্ঞানম্‌। ওম তৎ সৎ। তার একজন গুরুর প্রয়োজন। গুরু গ্রহণ করা কোনও ফ্যাশান নয়।