BN/Prabhupada 0609 - আপনারা অনেকে হরেকৃষ্ণ জপ করছেন, এটা আমার সাফল্য
Arrival Lecture -- Los Angeles, May 18, 1972
আমার প্রিয় ছেলে ও মেয়েরা, প্রায় ছয় বছর আগে আমি তোমাদের দেশে এসেছিলাম, একা, এই একজোড়া করতালের সঙ্গে নিয়ে। এখন তোমরা অনেকে হরেকৃষ্ণ মহামন্ত্র জপ-কীর্তন করছ। এটিই আমার সাফল্য। এটি শ্রীচৈতন্য মহাপ্রভুর ভবিষ্যদ্বাণী ছিলঃ
- পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম,
- সর্বত্র প্রচারিত হইবে মোর নাম
- (চৈ.ভা. অন্ত্য খন্ড ৪.১২৬)
শ্রীচৈতন্য মহাপ্রভুর ইচ্ছা ছিল যে "সকল শহরে, পৃথিবীর যতগুলি শহর ও গ্রাম আছে, সর্বত্র আমার নাম প্রচারিত হবে।" তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ, স্বয়ং কৃষ্ণ, কৃষ্ণচৈতন্য নাম্নে, শুধু 'কৃষ্ণচৈতন্য' রূপে তার নাম পরিবর্তন করেছেন মাত্র। সুতরাং তার ভবিষ্যদ্বাণী কখনো ব্যর্থ হবে না। এটিই সত্য। সুতরাং আমার পরিকল্পনা ছিল যে "আমি আমেরিকা যাব। আমেরিকা বিশ্বের নেতৃস্থানীয় দেশ। যদি আমি আমেরিকার তরুণ প্রজন্মকে বিশ্বাস করাতে পারি, তবে তারা গ্রহণ করবে।" আমি এক বৃদ্ধলোক। সত্তর বছর বয়সে এখানে এসেছি; এখন আমার বয়স ছিয়াত্তর। তাই আমার জন্য পূর্বসতর্কতা ইতিমধ্যেই দেয়া আছে। উনিশশো একাত্তর সালে আমার মারাত্মক হার্ট-অ্যাটাক হয়েছিল। তোমরা সব জানো। তাই শ্রীচৈতন্য মহাপ্রভুর আন্দোলন এখন তোমাদের হাতে। তোমরা আমেরিকান ছেলে-মেয়েরা খুবই বুদ্ধিমান এবং শ্রীকৃষ্ণের কৃপাপ্রাপ্ত। তোমরা দারিদ্র্যগ্রস্ত নও। তোমাদের যথেষ্ট সম্পদ রয়েছে, সম্মান রয়েছে। জাগতিক দৃষ্টিতে সবকিছু রয়েছে, তোমরা সুন্দরভাবে অবস্থিত। যদি তোমরা দয়া করে এই কৃষ্ণভাবনামৃত আন্দোলনকে গুরুত্ব সহকারে নাও, তোমাদের দেশ বেঁচে যাবে এবং সমগ্র বিশ্ব বেঁচে যাবে।