BN/Prabhupada 0645 - যিনি কৃষ্ণকে উপলব্ধি করেছেন, তিনি সর্বদা বৃন্দাবনে থাকেন



Lecture on BG 6.1 -- Los Angeles, February 13, 1969

শ্রীল প্রভুপাদঃ হ্যাঁ, তোমার প্রশ্নটি কি?

ভক্তঃ ক্ষীরোদকশায়ী বিষ্ণু কি নির্জীব সত্তার মধ্যে উপস্থিত, পাথরের মত নির্জীব বস্তুতে?

শ্রীল প্রভুপাদঃ হুম?

ভক্তঃ ক্ষীরোদকশায়ী বিষ্ণু কি নির্জীব সত্তার মধ্যে উপস্থিত, জড় বস্তুতে?

শ্রীল প্রভুপাদঃ হ্যাঁ, হ্যাঁ, এমন কি পরমাণুর মধ্যেও।

ভক্তঃ ওনার চতুর্ভুজ রূপে...?

প্রভুপাদঃ হ্যাঁ।

ভক্তঃ তার...?

শ্রীল প্রভুপাদঃ তিনি যেখানেই থাকুন না কেন, তিনি তাঁর নিজ সামগ্রীর মধ্যেই থাকেন। অণোরণীয়ান মহতো মহীয়ান। তিনি বৃহত্তম থেকে সবচেয়ে বৃহত্তম এবং তিনি ক্ষুদ্রতম থেকেও ক্ষুদ্রতম। এই হচ্ছে বিষ্ণু। অণ্ডান্তরস্থং পরমাণুচয়ান্তরস্থং (ব্রহ্ম সংহিতা ৫.৩৫) পরমাণু মানে অতি ক্ষুদ্রতম। আপনি এমনকি পরমাণুকে দেখতেও পারবেন না, এতোই ক্ষুদ্র। তিনি সেই পরমাণুর মধ্যে আছেন। তিনি সব জায়গায় আছেন।

তমাল কৃষ্ণঃ প্রভুপাদ, আপনি আমাদের বলেছেন যেখানেই শ্রীকৃষ্ণ আছেন, সেটিই বৃন্দাবন। আমি ভাবছি তাহলে, আমাদের অন্তরে যদি শ্রীকৃষ্ণ থাকেন, তাহলে এর মানে কি যে আমাদের অন্তর হচ্ছে ...

শ্রীল প্রভুপাদঃ হ্যাঁ। যার এই উপলব্ধি হয়েছে, তিনি সর্বত্র বৃন্দাবনেই বাস করছেন। একজন আত্মোপলব্ধ ব্যক্তি সর্বদাই বৃন্দাবনে বসবাস করেন। শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছেন... যিনি শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে পেরেছেন, তিনি সবসময়ই বৃন্দাবনে বসবাস করছেন। সে আর অন্য কোথাও নেই ... ঠিক যেমন শ্রীকৃষ্ণ অথবা শ্রীবিষ্ণু সকল জীবের হৃদয়ে বাস করছেন, কিন্তু তিনি কুকুরের হৃদয়েও বাস করছেন। তার মানে কি এই যে তাঁর প্রবৃত্তি কুকুরের মতো? তিনি বৈকুন্ঠে বাস করেন। যদিও তিনি কুকুরের হৃদয়েও আছেন, তবুও তিনি বৈকুন্ঠে থাকেন। এইভাবে একজন ভক্তকে মনে হতে পারে কোন নির্দিষ্ট একটি জায়গায় বসবাস করছেন, যা বৃন্দাবন থেকে অনেক দূরে, কিন্তু তিনি বৃন্দাবনেই বাস করছেন। এটি একটি বাস্তব সত্য।