BN/Prabhupada 0736 - এই সমস্ত প্রতারণামূলক ধর্ম পরিত্যাগ কর



Arrival Lecture -- Calcutta, March 20, 1975

শ্রীমদ্ভাগবত কোন বিশেষ ধর্মের কথা বলছে না। এটি বলছে, "সেই ধর্ম, সেই ধর্মীয় পন্থার কথা যা সর্বোৎকৃষ্ট।" স বৈ পুংসাং পরো ধর্মো (শ্রীমদ্ভাগবত ১.২.৬), "চিন্ময়, অপ্রাকৃত।" হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিষ্টান ধর্ম, এগুলো সব প্রাকৃত ধর্ম, জাগতিক। কিন্তু আমাদেরকে ধর্মের এইসব প্রাকৃত বা জাগতিক ধারণাকে অতিক্রম করতে হবে- "আমরা হিন্দু, আমরা মুসলিম, আমরা খ্রিষ্টান।" ঠিক যেমন স্বর্ণ। স্বর্ণ স্বর্ণই। স্বর্ণ কখনো হিন্দু স্বর্ণ বা খ্রিষ্টান স্বর্ণ অথবা মুসলিম স্বর্ণ হতে পারে না। কেউ না...... কারণ হিন্দুর হাতের এক দলা স্বর্ণ কিংবা মুসলিমের হাতের, কেউ বলবে না যে, "এটি মুসলিম স্বর্ণ," "এটি হিন্দু স্বর্ণ।" প্রত্যকেই বলবে, "এটি স্বর্ণ।" তাই আমদেরকে স্বর্ণ নির্ধারণ করতে হবে- হিন্দু স্বর্ণ, মুসলিম স্বর্ণ কিংবা খ্রিষ্টান স্বর্ণ নয়। যখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সর্বধর্মান্‌ পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ (শ্রীমদ্ভগবতগীতা ১৮.৬৬)। এটি বলতে তিনি হিন্দু ধর্ম কিংবা মুসলিম ধর্ম বোঝাননি। এগুলো আরোপিত বা মনোনীত। তাই আমদেরকে সেই শুদ্ধ স্তরে যেতে হবে যেখানে এসব আরোপিত উপাধি নেই। অহম্‌ ব্রম্মাস্মিঃ "আমি শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ।" এটিই হচ্ছে প্রকৃত ধর্ম। এই চেতনা ছাড়া, যেকোনো আরোপিত ধর্মই হচ্ছে প্রাকৃত। এটি অপ্রাকৃত নয়।

তাই আমাদের কৃষ্ণভাবনামৃত আন্দোলন হচ্ছে অপ্রাকৃত বা চিন্ময়, পরো ধর্ম। স বৈ পুংসাং পরো ধর্মো। পরো মানে "উর্ধ্বে," সমস্ত তথাকথিত ধর্মীয় পন্থার অতীত। তো এটি আমাদের তৈরি জিনিস নয়। এটি শ্রীমদ্ভাগবতের শুরুতেই বলা হয়েছে, ধর্মঃ প্রোজ্‌ঝিতকৈতবোহত্র (শ্রীমদ্ভাগবত ১.১.২)। "যেকোনো ধরণের কৈতব, প্রতারণামূলক বা মিথ্যা, মোহময়ী," কৈতব। কৈতব মানে প্রতারণা। "প্রতারণামূলক ধর্মকে প্রত্যাখ্যান করা হয়, ছুঁড়ে ফেলা হয়," প্রোজ্‌ঝিত। প্রকৃষ্ট-রূপেণ উজ্ঝিত। ঠিক যেমন আমরা আমাদের মেঝে ঝাড়ু দেই, আমরা ধুলার শেষ অংশটুকু পর্যন্ত তুলে নিই এবং এটিকে ছুঁড়ে ফেলে দেই। একইভাবে, কৃষ্ণভাবনাময় হওয়া মানে আমাদেরকে ত্যাগ করতে হবে তথাকথিত বা প্রবঞ্চনামূলক সবরকমের ধর্মীয় পন্থাকে। কারণ অভিজ্ঞতা বলে যে তথাকথিত বিভিন্ন ধর্মীয় পন্থা গুলোর অনুশীলন করে, কিভাবে ভগবানকে ভালবাসতে হয় সেই পর্যায়ে কেউ উপনীত হতে পারেনি। কেউ তা অর্জন করতে পারেনি। এটি বাস্তব অভিজ্ঞতা। এটি শ্রীচৈতন্য মহাপ্রভু প্রচার করেছেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এব্যাপারে ইঙ্গিত দিয়েছেন যে "এটি হচ্ছে প্রকৃত ধর্ম, মামেকং শরণং ব্রজ। এটি হচ্ছে ধর্ম।" যেকোনো ধর্ম, ধর্মীয় পন্থা, যা তার অনুসারীকে শিক্ষা দেয় না, কিভাবে ভগবানকে ভালবাসতে হয়, তা হচ্ছে প্রবঞ্চনামূলক ধর্ম। শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছেন, প্রেমা পুমার্থ মহান। ভগবতগীতাতেও একই কথা বলা হয়ছে। জীবনে সাফল্যের প্রকৃত অর্জন হচ্ছে কিভাবে ভগবানকে ভালোবাসা যায় বা শ্রীকৃষ্ণকে। এটিই হচ্ছে জীবনের চরম সিদ্ধি।