BN/Prabhupada 0997. - কৃষ্ণকর্ম সকলের জন্যই। তাই আমরা সবাইকে স্বাগত জানাই



730406 - Lecture SB 02.01.01-2 - New York

যাই হোক, জপ করাটা খুব শুভ। চৈতন্য মহাপ্রভু তাঁর আশীর্বাদ দিয়েছেন, চেত-দর্পণ-মার্জনম্‌ ভব-মহা-দাবাগ্নি- নির্বাপণম্‌ (চৈতন্য চরিতামৃত অন্ত্য ২০/১২) আমরা এই জড়জগতে কষ্ট পাচ্ছি কারণ আমরা আমাদের বোধগম্যতা বা হৃদয় থেকে পরিষ্কার নই। হৃদয়টি শুদ্ধ নয়। তাই এই জপ আমাদের হৃদয় পরিষ্কার করতে সাহায্য করবে।

শৃণ্বতম্‌ স্বকথা কৃষ্ণঃ
পুণ্যশ্রবণকীর্তনঃ
হৃদি অন্তস্থো অভদ্রানি
বিধুনোতি সুহৃৎসতাম্‌
((ভাগবত ১.২.১৭)

জপ এতই ভাল যে যখনই তুমি জপ করতে শুরু কর, অথবা শ্রীকৃষ্ণের কথা শোন - জপও হচ্ছে শ্রীকৃষ্ণের কথা শোনা- তাই অবিলম্বে পরিষ্কার করার প্রক্রিয়া শুরু হয়, চেতদর্পণমার্জনম্‌ (চৈ।চ অন্ত্য ২০.১২) এবং যেইমাত্র আমাদের হৃদয় পরিষ্কার হয় ভব-মহা-দাবাগ্নি- নির্বাপণম, তখন আমরা এই জাগতিক অস্তিত্বের জ্বলন্ত আগুন থেকে মুক্ত হব। তাই জপ করা খুবই শুভ, তাই এখানে পরীক্ষিত মহারাজ রয়েছেন, শুকদেব গোস্বামী বললেন, বরীয়ান্‌ এষ তে প্রশ্নঃ কৃতো লোকাহিতম্‌ নৃপ (ভাগবত ২.১.১) অন্য জায়গাতেও, শুকদেব গোস্বামী, সূত গোস্বামী বলেছেন, যৎকৃতঃ কৃষ্ণ সমপ্রশ্নো যয়াত্মা সুপ্রসিদতি। যখন নৈমিষারণ্যে মহান সাধু ব্যক্তিরা কৃষ্ণ সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, তিনি এভাবে উত্তর দিয়েছিলেন। যৎকৃতঃ কৃষ্ণ সমপ্রশ্নঃ "যেহেতু তুই কৃষ্ণের বিষয়ে জিজ্ঞাসা করেছ, এটি তোমার হৃদয়কে পরিষ্কার করবে, যয়াত্মা সুপ্রসীদতি। তুমি তোমার হৃদয়ে একটি চিন্ময় সুখ, স্বস্তি অনুভব করবে।"

তাই বরীয়ান্‌ এষ তে প্রশ্নঃ কৃতো লোকা-হিতম্‌ (ভাগবত ২.১.১) লোকা হিতম্‌। প্রকৃতপক্ষে আমাদের, এই আন্দোলন মানব সমাজের প্রধান মঙ্গলময় কার্যক্রম, লোকাহিতাম্‌। এটি কোন ব্যবসা নয়। ব্যবসা মানে হিতম্‌, শুধু আমার লাভ। এটি নয়। এটি কৃষ্ণের ব্যবসা। কৃষ্ণের ব্যবসা মানে কৃষ্ণ সবার জন্য; তাই কৃষ্ণের ব্যবসাও সবার জন্য। আমরা তাই সকলকে স্বাগত জানাই। কোন ভেদাভেদ নেই। "এখানে আস এবং জপ কর," লোক-হিতম্‌। এবং একজন সাধু, একজন সাধু ব্যক্তির সবসময় লোকা-হিতামের কথা ভাবা উচিত। সাধু এবং সাধারণ মানুষের মধ্যে এটাই পার্থক্য। সাধারণ মানুষ, সে কেবল নিজের কথা ভাবে, অথবা "নিজেকে প্রসারিত" করে, পরিবারের জন্য, সমাজের জন্য, জাতির জন্য। এগুলো সবই প্রসারিত স্বার্থপরতা। প্রসারিত। যখন আমি একা থাকি, আমি কেবল আমার লাভের কথা ভাবি। যখন আমি একটু বড় হই, আমি আমার ভাই বোনদের কথা ভাবি, এবং যখন আমি একটু উন্নত হই , তখন আমি আমার পরিবারের কথা ভাবি। একটু উন্নত, আমি আমার সমাজের কথা ভাবি। একটু অগ্রসর, আমি আমার দেশ, আমার জাতির কথা ভাবি। অথবা আমি পুরো মানব সমাজের কথা ভাবতে পারি, আন্তর্জাতিকভাবে। কিন্তু শ্রীকৃষ্ণ এতই বড় যে কৃষ্ণ সবাইকে অন্তর্ভুক্ত করে নেন। শুধু মানব সমাজ নয়, পশু সমাজ, পাখি সমাজ, জন্তু সমাজ, বৃক্ষ সমাজ — সবকিছু। শ্রীকৃষ্ণ বলেছেন, অহম বীজপ্রদঃ পিতা (গীতা ১৪.৪)ঃ "আমি এই সমস্ত রূপের বীজ প্রদানকারী পিতা।"