BN/Prabhupada 1013 - পরবর্তী মৃত্যু আসার আগেই আমাদের খুব দ্রুত চেষ্টা করা উচিত



750620c - Arrival - Los Angeles

রামেশ্বরঃ প্রেসের ভক্তরা আমাদের সবগুলো গ্রন্থ ছাপা না হওয়া পর্যন্ত শান্তি পাচ্ছে না।

প্রভুপাদঃ এটি ভালো। (হাসি)

জয়তীর্থঃ তারা এখন রাতের বেলায়ও কাজ করছেন।

প্রভুপাদঃ ওহ্‌।

রামেশ্বরঃ চব্বিশ ঘণ্টা।

জয়তীর্থঃ লেখার ওপর চব্বিশ ঘণ্টা, যাতে আমরা যন্ত্র গুলোর সম্পূর্ণ সুবিধা আদায় করে নিতে পারি।

প্রভুপাদঃ আর হয়গ্রীব প্রভু, তুমি কি পরিমাণ কাগজ শেষ করেছ? তুমি কমপক্ষে পঞ্চাশটি কাগজ শেষ করতে পার।

হয়গ্রীবঃ আমি চেষ্টা করছি। প্রতি ঘণ্টায় একটি ফিতা।

রাধাবল্লভঃ হয়গ্রীব আজকে চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার ষষ্ঠ খণ্ড শেষ করেছে।

প্রভুপাদঃ হুহ্‌?

রাধাবল্লভঃ হয়গ্রীব আজকে চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার ষষ্ঠ খণ্ডের সম্পাদনার কাজ শেষ করেছে।

প্রভুপাদঃ ওহ, ষষ্ঠ খণ্ড, চৈতন্য চরিতামৃত?

রাধাবল্লভঃ হ্যাঁ। নয়টি খণ্ডের মধ্যে, হয়গ্রীব আজকে মধ্যলীলার ষষ্ঠ খণ্ডের কাজ শেষ করেছে।

প্রভুপাদঃ সব মিলিয়ে নয়টি খণ্ড?

রামেশ্বরঃ মধ্যলীলার।

জয়তীর্থঃ মধ্যলীলা পুরোটা নয় খণ্ড।

রাধাবল্লভঃ আর অন্ত্যলীলা চার খণ্ডের।

জয়তীর্থঃ সব মিলিয়ে ষোল খণ্ড।

প্রভুপাদঃ আমাদের গর্গমুনি কোথায়?

ভবানন্দঃ সে পূর্বে আছে। বাফেলো।

প্রভুপাদঃ প্রচারে?

ভবানন্দঃ হ্যাঁ।

প্রভুপাদঃ তো তুমি তার সাথে আছ, সুদামা?

সুদামাঃ হ্যাঁ, শ্রীল প্রভুপাদ।

প্রভুপাদঃ সব কিছু ঠিকঠাক মতো চলছে?

সুদামাঃ হ্যাঁ। (বিরতি)

জয়তীর্থঃ ... আমাকে বলেছিল যে সম্পূর্ণ চৈতন্য চরিতামৃতের সম্পাদনার কাজ আগস্টের শেষের দিকে শেষ হবে।

প্রভুপাদঃ হুম্‌?

জয়তীর্থঃ সমগ্র চৈতন্য চরিতামৃতের সম্পাদনার কাজ আগস্টের শেষের দিকে শেষ হবে।

প্রভুপাদঃ ওরাও আসছে নিতাই...?

জয়তীর্থঃ নিতাই আর জগন্নাথ, তারাও আসতে যাচ্ছে...

রামেশ্বরঃ প্রায় তিনদিনের মধ্যে।

জয়তীর্থঃ জুলাইয়ের শেষের দিকে তারা... সুতরাং এটি এখন খুব দ্রুত চলছে।

প্রভুপাদঃ খুব ভালো। তূর্নং যতেত (শ্রীমদ্ভাগবত ১১.৯.২৯)। পরবর্তী মৃত্যু আসার আগেই, আমাদের খুব দ্রুত চেষ্টা করা উচিত। আর মৃত্যু আসবেই। সুতরাং পরবর্তী মৃত্যু আসার আগেই আমরা এমনভাবে প্রস্তুত হবো যেন আমরা জয়ী হতে পারি, আমরা আমাদের কৃষ্ণভাবনামৃতের কাজ শেষ করে ভগবদ্ধামে ফিরে যেতে পারি। ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি (ভগবদ্গীতা ৪.৯)। এটিই সিদ্ধি। কারণ আমরা যদি পরবর্তী জন্মের জন্য অপেক্ষা করি, আমরা নাও পেতে পারি। এমন কি ভরত মহারাজ, তিনিও স্খলিত হয়েছিলেন। তিনি একটি হরিণ হয়েছিলেন। তাই আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে যে "আমি এই সুযোগটি পেয়েছি, মনুষ্য জীবন। সর্বোত্তম পর্যায়ে একে কাজে লাগাতে দাও, এবং ভগবদ্ধামে ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য তৈরি হতে দাও।" এটিই বুদ্ধি। এমন নয় যে "ঠিক আছে, আমি পরবর্তী জন্মে আবার সুযোগ পাব।" এটি খুব ভালো কৌশল নয়। তূর্নং। তূর্নং মানে খুব দ্রুত শেষ করা। তূর্নং যতেত অনুমৃত্যুং পতেদ যাবত (শ্রীমদ্ভাগবত ১১.৯.২৯)। (পাশের চিত্রশালায় মানুষের কারাত অনুশীলনের শব্দে পুরো কথোপকথনের কক্ষটি ছেয়ে গিয়েছিল) এই সমস্ত লোকেরা তাদের সময় নষ্ট করছে, যেন তারা সারা জীবন বেঁচে থাকবে। (হাসি) এইসব কারা... কি প্রয়োজন? কারা?

জয়তীর্থঃ কারাতে।

প্রভুপাদঃ কারাতে। এটি মেক্সিকোতে অনেক জনপ্রিয়।

জয়তীর্থঃ সবজায়গায়।

প্রভুপাদঃ কিন্তু এই প্রক্রিয়াটি কি মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারবে? যখন মৃত্যু আসবে, তখন "চালাও!" (হাসি), এই শব্দটি কি তাদেরকে রক্ষা করতে পারবে? এটি বোকামি। হরে কৃষ্ণ জপ করার পরিবর্তে তারা অন্য একটা শব্দ বার বার উচ্চারণ করছে, এটা ভেবে যে এই শব্দটি তাকে রক্ষা করবে। এটিকে বলে মুর্খামি, মূঢ়। (কারাতের লোকেরা খুব জোড়ে জোড়ে চিৎকার করতে শুরু করে; ভক্তদের হাসি) পিশাচী পাইলে যেন মতিচ্ছন্ন হয় (প্রেম বিবর্ত)। আর তুমি যদি তাদেরকে জিজ্ঞাসা কর "কেন আপনারা এত জোরে জোরে চিৎকার করছেন? হরে কৃষ্ণ জপ করুন," তারা হাসবে। (মৃদুহাস্য)

বিষ্ণুজনঃ শ্রীল প্রভুপাদ, ভক্তিবিনোদ ঠাকুর এর দ্বারা কি বুঝিয়েছিলেন, যখন তিনি বলছিলেন যে, "আমি চলে যাচ্ছি আমার কাজ সম্পূর্ণ হলো না?"

প্রভুপাদঃ হুম্‌?

বিষ্ণুজনঃ যখন ভক্তিবিনোদ ঠাকুর বলেছিলেন যে তিনি তাঁর কাজ অসম্পূর্ণ রেখেই এই গ্রহ ছেড়ে চলে যাচ্ছেন?

প্রভুপাদঃ এখন আমাদেকে সম্পূর্ণ করতে হবে। আমরা ভক্তিবিনোদ ঠাকুরের বংশধর। সুতরাং তিনি অসম্পূর্ণ রেখেছিলেন যাতে আমরা সেটা সম্পূর্ণ করার সুযোগ পাই। এটি তাঁর দয়া। তিনি শীঘ্রই শেষ করতে পারতেন। তিনি বৈষ্ণব; তাঁর সমস্ত শক্তি রয়েছে। কিন্তু তিনি আমাদের এই সুযোগ দিয়েছেন যে "ওহে বোকা মানুষ, তোমরাও কাজ কর।" এটি তাঁর করুণা।