Template

Template:BN/Bengali Main Page - Random Audio Clips from Srila Prabhupada


BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"শ্রীব্রহ্মা নারদকে উপদেশ করেছিলেন, নারদমুনি ব্যাসদেবকে উপদেশ করেছেন। ব্যাসদেব তার শিষ্য মধ্বাচার্যকে উপদেশ করেছেন। আমাদেরও এই একই পন্থায় যেতে হবে। সর্বপ্রথমে শ্রীগুরুদেবকে সম্মান জানাও, ঠিক যেইভাবে এখানে তিনি শুকদেব গোস্বামীর প্রতি করেছেন। তং ব্যাসসূনুমুপয়ামি গুরুং মুনীনাম্‌। (শ্রীমদ্ভাগবত ১/২/৩)। অতঃপর তাঁর গুরুদেব, তাঁর গুরুদেব, তাঁর গুরুদেব। ঠিক যেমন এই আলেখ্যগুলির মতো। সর্বপ্রথমে তোমাদের গুরুদেব, তারপর তাঁর গুরুদেব, তারপর তাঁর গুরুদেব, তারপর তাঁর গুরুদেব...চরমে ভগবান শ্রীকৃষ্ণ। এটিই হচ্ছে যথার্থ পন্থা। লাফ দিয়ে সরাসরি শ্রীকৃষ্ণের কাছে যাওয়ার চেষ্টা কোর না। তা হবে নিরর্থক। ঠিক যেইভাবে তোমরা পরম্পরার মাধ্যমে জ্ঞানলাভ করছ, সেইভাবে ধাপে ধাপে এই পরম্পরা ধারায় তাঁর কাছে যাওয়া উচিত।
নারায়ণং নমস্কৃত্য
নরং চৈব নরোত্তমম্‌।
দেবীং সরস্বতীং ব্যাসং
ততো জয়মুদীরয়েৎ।।
(শ্রীমদ্ভাগবত ১/২/৪)

এভাবেই তুমি জয়যুক্ত হবে।"

৭৪০৫২৮ - শ্রীমদ্ভাগবত প্রবচন ১/২/৪ - রোম



Random ND Box for Bengali Main Page with audio and Quotes
Place this code on a page: 
{{BN/Bengali Main Page - Random Audio Clips from Srila Prabhupada}}