Template

Template:BN/Bengali Main Page - Random Audio Clips from Srila Prabhupada


BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"একবার আমি লস্‌ এঞ্জেলেসে সমুদ্র পাড়ে হাঁটছিলাম, সমুদ্র থেকে মাত্র তিন ফুট দূরেই। আমি আমার শিষ্যদের কাছে ব্যাখ্যা করছিলাম যে, "আমি এখন সমুদ্র থেকে মাত্র তিন ফুট দূরে আর সমুদ্র এতোটাই বিশাল যে, যেকোনও মুহূর্তে এটি আমাদের প্লাবিত করে দিতে পারে। কিন্তু তোমরা কেন এতোটাই নিশ্চিত যে সমুদ্র এখানে আসবে না?' কারণ আমরা জানি যদিও সমুদ্র, মহাসাগর অনেক বিশাল, কিন্তু এটি কখনও ভগবানের নির্দেশের লঙ্ঘন করতে পারবে না। অর্থাৎ, তুমি (সমুদ্র) সুবিশাল হতে পারো, ঠিক আছে। কিন্তু কক্ষনোই এই সীমা অতিক্রম করে আসতে পারবে না। সুতরাং, এইভাবে সবকিছু ব্যবস্থা করা রয়েছে, আর এদিকে বলা হচ্ছে ভগবান নেই? এটা কোন ধরণের মূর্খতা? যদি সবকিছু গোছানো থাকে... ঠিক যেমন তুমি যদি একটি বাড়ির পাশ দিয়ে হেঁটে যাও, হয়তো কখনও দেখলে যথাযথভাবে কেউ বাড়িটির যত্ন নিচ্ছে না, অথবা বাড়ির সামনে কোন আলো জ্বলছে না, চারপাশে প্রচুর আবর্জনা জমে আছে - তৎক্ষণাৎ তুমি বলবে, 'ওহ্‌, এই বাড়িতে কোন লোক নেই।' আর যখনি তুমি দেখবে বাড়িটি খুব সুন্দরভাবে গোছানো, আলো জ্বলছে, বাগানটি সঠিকভাবে পরিচর্যা করা, তখন আমরা সহজেই বুঝতে পারি, এই বাড়িতে কোন লোক আছে। সুতরাং, এটি হচ্ছে সাধারণ জ্ঞান। যদি সবকিছুই খুব সুন্দরভাবে পরিচালিত হয়, তাহলে তুমি কিভাবে এই কথা বলতে পার যে, এর পেছনে কোন ব্যবস্থাপনা নেই? এটা কোন্‌ ধরণের মূর্খতা? হ্যাঁ? কিভাবে তুমি বলতে পার যে ভগবান নেই?"
৭৩০২২৫ - কথোপকথন - জাকার্তা



Random ND Box for Bengali Main Page with audio and Quotes
Place this code on a page: 
{{BN/Bengali Main Page - Random Audio Clips from Srila Prabhupada}}