BN/Prabhupada 0429 - কৃষ্ণ ভগবানের নাম। এর অর্থ সর্বাকর্ষক, সর্ব মঙ্গলময়: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Bengali Pages with Videos Category:Prabhupada 0429 - in all Languages Category:BN-Quotes - 1972 Category:BN-Quotes - L...")
 
(Vanibot #0023: VideoLocalizer - changed YouTube player to show hard-coded subtitles version)
 
Line 7: Line 7:
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 0428 - The Special Prerogative of the Human Being is to Understand - What I Am|0428|Prabhupada 0430 - Caitanya Mahaprabhu Says That Each and Every Name of God is as Powerful as God|0430}}
{{1080 videos navigation - All Languages|Bengali|BN/Prabhupada 0428 - মানব জন্মের বিশেষ লাভ হচ্ছে এটি বুঝতে পারা যে আমি কে|0428|BN/Prabhupada 0430 - চৈতন্য মহাপ্রভু বলেছেন ভগবানের প্রতিটি নামই শক্তিশালী|0430}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
Line 17: Line 17:


<!-- BEGIN VIDEO LINK -->
<!-- BEGIN VIDEO LINK -->
{{youtube_right|o8GPQKw1XuM|কৃষ্ণ ভগবানের নাম। এর অর্থ সর্বাকর্ষক, সর্ব মঙ্গলময়<br/>- Prabhupāda 0429}}
{{youtube_right|omrb0Q6iICY|কৃষ্ণ ভগবানের নাম। এর অর্থ সর্বাকর্ষক, সর্ব মঙ্গলময়<br/>- Prabhupāda 0429}}
<!-- END VIDEO LINK -->
<!-- END VIDEO LINK -->



Latest revision as of 16:46, 29 June 2021



Lecture on BG 2.11 -- Edinburgh, July 16, 1972

সুতরাং আমাদের বর্তমান পরিস্থিতিটি হচ্ছে যে সম্পূর্ণ সভ্যতা একটি ভুল ধারণার ওপর ভিত্তি করে চলছে যে সকলেই তার দেহ। এটা সত্য নয় । অতএব, এই কৃষ্ণ কীর্তন, এই হরে কৃষ্ণ আন্দোলন, এটির একটি বিশেষ প্রভাব আছে । এটি ... এই হরে কৃষ্ণ আন্দোলনটি সাধারণ শব্দতরঙ্গ বলে মনে করবেন না। এটি চিন্ময় শব্দতরঙ্গ। একে মহামন্ত্র বলা হয়। মহামন্ত্র। ঠিক যেমন... আমি জানি না যে আপনার দেশে সাপুড়ে আছে কি না? ভারতে এখনও অনেক সাপুড়ে আছে। সুতরাং তারা কিছু মন্ত্র জপ করে, এবং একটি মানুষ, যাকে সাপ কামড়েছিল, তাকে তার স্বাভাবিক চেতনায় পুনরায় নিয়ে আসা যায়। এখানে যদি কোনও ভারতীয় উপস্থিত আছেন, তো তারা জানেন। এখনও আছে, বিশেষত আমি পাঞ্জাবে দেখেছি, সেখানে অনেক সাপুড়ে আছে তারা জানে কীভাবে সেই মন্ত্র জপতে হয় সুতরাং যদি শারীরিকভাবে সম্ভব হয় যে একজন মৃত মানুষ ... অবশ্যই, যখন কোনও মানুষকে সর্প দংশন করে সে মারা যায় না। সে অজ্ঞান হয়ে যায়। সে মারা যায় না। তবে এই মন্ত্র জপ করতেই তিনি তাঁর চেতনাতে আসেন। সুতরাং, ভারতে এটিই পদ্ধতি , যদি কোনও মানুষকে সাপে কামড়ায় তাকে পোড়ানো হয়না , বা তাকে মৃতদেহ হিসাবেও ধরা হয় না। সে জীবনরক্ষাকারী কছু একটায় ভেসে থাকে এবং তাকে জলে দেয়া হয়। সুযোগ পেলে সে আবার চেতনায় ফিরে আসতে পারে। ঠিক তেমনভাবে, আমরা এই মুহূর্তে, আমাদের অজ্ঞতার কারণে আমরা ঘুমিয়ে আছি। আমরা ঘুমাচ্ছি. সুতরাং, আমাদের জাগ্রত করার জন্য, এই মন্ত্রটি, মহা-মন্ত্রের প্রয়োজন। জাগ্রত করা। চেতো দর্পণ মার্জনম (শ্রীচৈতন্য চরিতামৃত অন্ত্য ২০।১২) ঠিক এই ছেলেদের মতোই এই ইউরোপীয় ছেলে-মেয়েরা যারা আমার সাথে ... আমি প্রায় তিন, চার হাজারেরও বেশি সেরকম শিষ্য পেয়েছি। তারা হরে কৃষ্ণ জপ করছে। এবং এমন নয় যে খামখেয়ালী করে জপ করছে। তারা পুরোপুরি এটি গ্রহণ করেছে। আপনি যদি তাদের সাথে কথা বলেন, তারা খুব সুন্দর দর্শনকথা বলবেন। ওরা সবকিছু জানে একজন বুদ্ধিমান মানুষের মতো। তাহলে তারা এটি কিভাবে করছে? চার বছর আগে তারা জানতে পারেনি শ্রীকৃষ্ণের নাম কি। হয়তো তারা ইংরেজী অভিধানে শ্রীকৃষ্ণের নামটি দেখে থাকতে পারে, যেমন বলা হয়েছে "একজন হিন্দু দেবতা।" কিন্তু আসলে, এটি সত্য নয়। শ্রীকৃষ্ণ ভগবানের নাম। শ্রীকৃষ্ণের অর্থ সর্বাকর্ষক, সর্বোত্তম। সর্ব-আকর্ষণীয় অর্থ তিনি অবশ্যই ভাল; অন্যথায়, তিনি কিভাবে আকর্ষণীয় হতে পারেন? একজন খারাপ হলে সে আকর্ষণীয় হতে পারে না। সুতরাং শ্রীকৃষ্ণ, এই শব্দটির অর্থ সর্বাকর্ষক। তিনি সমস্ত ভাল গুণাবলী, সমস্ত ঐশ্বর্য পেয়েছেন যাতে তিনি আকর্ষণীয় হন । এটি হল ভগবানের সঠিক নাম বা সঠিক নামকরণ। যদি ভগবানের কোনও নাম থেকে থাকে, বিশেষত যা সমস্ত গুণাবলীকে পূর্ণরূপে বোঝায়, তবে সেটি শ্রীকৃষ্ণ। এটি সংস্কৃত শব্দ, এর অর্থ ... শ্রীকৃষ্ণের অর্থ ভগবান। শাস্ত্রে বলা হয়েছে, ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ (ব্রহ্মসংহিতা ৫।১) ঈশ্বরঃ মানে নিয়ন্তা, এবং পরমঃ, সর্বোচ্চ। ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ (ব্রহ্ম সংহিতা ৫।১) এটাই বৈদিক সাহিত্যের নির্দেশ। সুতরাং আমাদের এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন কোনও সাম্প্রদায়িক ধর্মীয় আন্দোলন নয়। এটি একটি বৈজ্ঞানিক দার্শনিক আন্দোলন। এটি বুঝতে চেষ্টা করুন। তবে প্রক্রিয়াটি খুব সহজ। প্রক্রিয়াটি হচ্ছে এই নাম জপের মাধ্যমে - হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে। আমরা যাদুকর নই, তবে আমরা আমাদের ছাত্রদের বলি , "তুমি কেবল এই চিন্ময় শব্দতরঙ্গটি জপ করতে থাকো" এবং ধীরে ধীরে তার অন্তরের সমস্ত নোংরা জিনিসগুলি পরিষ্কার হয়ে যাবে। এটিই আমাদের পন্থা। চৈতন্য মহাপ্রভু ব্যাখ্যা করেছেন, তিনি আমাদের নির্দেশ দিয়েছেন, চেতোদর্পণ মার্জনম্‌ (শ্রীচৈতন্য চরিতামৃত ২০।১২)

এই জড় জগতে আমাদের সমস্ত সমস্যার কারণ ভুল ধারণা প্রথম ভুল ধারণা হচ্ছে "আমি এই দেহ"। এবং প্রকৃতপক্ষে, আমরা প্রত্যেকেই এই দেহাত্মবুদ্ধির স্তরে রয়েছি এবং কারণ প্রকৃত স্থায়ী স্বরূপটি ভুলে গিয়েছি, অতএব আমরা যা কিছুই তৈরি করছি, আমরা যা কিছু বুঝছি , সেগুলি সবই ভুল। কারণ মূল ধারণাটিই ভুল। সুতরাং সবার আগে আমাদের এই ভুল ধারণাটি এড়িয়ে চলতে হবে যে " আমি এই দেহ " একেই বলা হয় চেতো দর্পণ মার্জনম্‌ (শ্রীচৈতন্য চরিতামৃত অন্ত্য ২০|১২), হৃদয় পরিষ্কার করে। আমি ভাবছি, "আমি এই দেহ", কিন্তু আসলে আমি এটি নই। সুতরাং আমাদের এই ভুল ধারণাটি পরিষ্কার করতে হবে, এবং এটি খুব সহজেই হবে কেবল এই হরে কৃষ্ণ মহা-মন্ত্র জপ করার দ্বারা। এটি খুবই বাস্তবসম্মত। সুতরাং আমাদের অনুরোধ যে আপনারা প্রত্যেকেই যেন আপনারা দয়া করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার এই নির্দেশটি গ্রহণ করেন। আপনি কিছুই হারাবেন না। কিন্তু লাভ অনেক বেশি। আমরা আপনাদের থেকে কোনও টাকা চাইছি না। অন্যদের মতো, সে যদি কিছু মন্ত্র দেয়, তাহলে টাকা নেবে। কিন্তু আমরা বিনামূল্যে তা বিতরণ করছি। সবাই নিতে পারে। এমনকি শিশুরাও নিতে পারে। আমাদের সমাজে অনেক শিশু রয়েছে। তারা জপ করে এবং নৃত্য করে। এর কোন শিক্ষার প্রয়োজন হয় না। এর কোনও দামের দরকার নেই। আপনি যদি কেবল এই নাম জপ করেন ... একবার বরং জপ করে পরীক্ষা করেই দেখছেন না কেন না? এটিই আমাদের অনুরোধ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে কেউ আপত্তি করতে পারেন, "আমি কেন আপনার হিন্দু শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করব?" সুতরাং আমরা বলি না যে কেবল শ্রীকৃষ্ণের। ভগবানের অনেক নাম রয়েছে। আমরা তা মানি। ভগবান অসীম। অবশ্যই তাঁর নামও অসীম। কিন্তু এই শ্রীকৃষ্ণ শব্দটি অত্যন্ত নিখুঁত কারণ এর অর্থ সর্বাকর্ষক। আপনি বলতে পারেন করতে পারেন, " ভগবান মহান"। ঠিক আছে। কিন্তু তিনি কতোটা মহান? সেটি আরেকটি কথা। সুতরাং আপনি যদি ভাবেন যে " শ্রীকৃষ্ণ হিন্দু ঈশ্বরের নাম, তবে আমি কেন এটি উচ্চারণ করব?" তাই শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছেন, "না।" যদি আপনার কাছে অন্য কোন বিকল্প নাম থেকে থাকে, আপনি সেটিই জপ করুন। আমাদের একটাই অনুরোধ যে আপনি ভগবানের পবিত্র নাম জপ করুন। আপনার কাছে ভগবানের অন্য কোন নাম থাকলে আপনি সেটিই জপ করতে পারেন। আপনি শুদ্ধ হবেন এটাই আমাদের প্রচার।