BN/Prabhupada 0858 - আমরা প্রশিক্ষণ দিচ্ছি। আমরা বলছি যে অবৈধ সঙ্গ হচ্ছে পাপময়: Difference between revisions

 
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
Line 8: Line 8:
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 0857 - Artificial Covering has to be Removed. Then We Come to Krsna Consciousness|0857|Prabhupada 0859 - That is the Defect of Western Civilization. Vox Populi, Taking Opinion of the Public|0859}}
{{1080 videos navigation - All Languages|Bengali|BN/Prabhupada 0857 - কৃত্রিম আবরণটি সরাতে হবে। তাহলে আমরা কৃষ্ণভাবনাময় হতে পারব|0857|BN/Prabhupada 0859 - সেটি পাশ্চাত্য সভ্যতার ত্রুটি। জনমত। জনগণের মতামত নেয়া|0859}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->

Latest revision as of 07:06, 13 August 2021



750521 - Conversation - Melbourne

প্রভুপাদঃ আমরা প্রশিক্ষণ দিচ্ছি। কখনও কখনও লোকেরা হাসে, "এসব কি আজেবাজে?" ওরা সমালোচনা করে। সমাজের নেতারা উৎসাহিত করছে না গতকাল আমি একজন পুরোহিতের সঙ্গে কথা বলছিলাম। অবৈধ মৈথুন - এর ব্যাপারে তিনি বলছেন, "এতে ভুলটা কি? এটা তো অনেক আনন্দের ব্যাপার।" দেখলে? আমরা শিক্ষা দিচ্ছি যে, আমরা বলতে চাইছি অবৈধ মৈথুন পাপময় আমাদের প্রথম শর্ত হচ্ছে, একজন মানুষকে সবার প্রথমে এই চারটি জিনিস বাদ দিতে হবে অবৈধ সঙ্গ, মাংসাহার, নেশা করা এবং দ্যূতক্রীড়া কাউকে গ্রহণ করার আগে এটা আমার প্রথম শর্ত। তাই এরা এটি স্বীকার করে নেয় এবং মেনে চলে।

পরিচালকঃ আমাদের লোকেরা সেই কাজই করে।

প্রভুপাদঃ হুম্‌?

পরিচালকঃ আমাদের লোকেরাও সেটাই করে।

প্রভুপাদঃ হ্যাঁ। তাঁরা করবে। যদি কোন সাধারণ প্রতিষ্ঠান সমস্ত সুযোগ সুবিধা দেয় ... আমাদের অনেক ভক্তেরা এখানে আসে। কিছুদিন পর তাঁরা একনিষ্ঠ হয়। সেই পন্থা থাকতে হবে। এটা... আমরা বৃদ্ধি করছি; আমাদের আন্দোলন হ্রাস পাচ্ছে না যেমন এখানে আমরা একটা মন্দির খুলেছি। কোন মন্দির ছিল না। কিন্তু এখন আমাদের এখানে একটি সুন্দর মন্দির আছে এইভাবে সারা বিশ্বজুড়ে আমাদের এই আন্দোলন বৃদ্ধি পাচ্ছে, কমছে না। আমি ১৯৬৫ সালে একাকী ভারত থেকে নিউ ইয়র্কে এসেছি এক বছর আমার কোন থাকার জায়গা ছিল না। খাওয়ার জায়গা ছিল না আমি বাস্তবিকই এখানে ওখানে ঘুরছিলাম। কখনও এই বন্ধুর বাড়ি, কখনও আরেক বন্ধুর বাড়িতে। তারপর ধীরে ধীরে এটি বেড়েছে, অনুসারী বেড়েছে। আমি নিউ ইয়র্কে একটি স্কোয়ার পার্কে, একা বসে কীর্তন করছিলাম, পুরো তিন ঘণ্টা। নাম কি ছিল? টম্পকিন্সন স্কোয়ার? হ্যাঁ। তুমি নিউ ইয়র্ক গিয়েছ? তো এই ছিল আমার সূচনা। তারপর ধীরে ধীরে লোকজন আসতে থাকে। (ভক্তকে)ঃ তুমি একটা ক্লাবে ছিলে। কি যেন?

মধুদ্বিষঃ ক্যালিফোর্নিয়া?

প্রভুপাদঃ হ্যাঁ।

মধুদ্বিষঃ র‍্যাঞ্চ-এ।

প্রভুপাদঃ র‍্যাঞ্চ?

মধুদ্বিষঃ মর্নিংস্টার?

প্রভুপাদঃ আহ্‌ , হা হা

মধুদ্বিষঃ হ্যাঁ। (হাসি)

প্রভুপাদঃ (হাসি) ওটা ছিল আরেকটা পতিতালয়।

মধুদ্বিষঃ হিপ্পি ফার্ম। আপনি ওখানে এসেছিলেন। প্রভুপাদঃ আমি ওখানে ছিলাম... । মালিক, বা ব্যবস্থাপক আমাকে ওখানে নিয়ে গিয়েছিল। আমার মনে হয় যদি আমরা... যদি আপনি আন্তরিক হন, তাহলে চলুন আমরা একসাথে একটা প্রতিষ্ঠান খুলি যেখানে মানুষদের শিক্ষা দেয়া হবে কীভাবে প্রথম শ্রেণীর হতে হয় বাচ্চাদের শেখাতে হবে। এর ফলে সমাধান আসবে।

পরিচালকঃ সমাজকে তাহলে অবশ্যই বদলাতে হবে।

প্রভুপাদঃ না, পরিবর্তন নয়। সমাজ যেমন আছে থাক। আমরা কিছু বাচ্চাদের শেখাতে পারি যেমনটা আমরা ডালাসে করছি। এবং কিছু লোকদেরও। ঠিক যেমন আমরা এঁদের প্রশিক্ষণ দিয়েছি। তা সম্ভব। বাস্তব উদাহরণ। যেমন তুমি মর্নিং স্টারের একটা ছোট খুপরিতে ছিলে

পরিচালকঃ আপনাদের যারা আছেন তাঁদের মধ্যে কি অনেকেই আগে বাজে কাজে জড়িয়ে পড়েছিলেন?

মধুদ্বিষঃ বাজে কাজে?

পরিচালকঃ হ্যাঁ। এখানে যোগদানের আগে কখনও দেশের আইনি ঝামেলায় পড়েছেন?

মধুদ্বিষঃ ওহ্‌ অনেক ভক্তরাই।

পরিচালকঃ আপনি?

মধুদ্বিষঃ ওহ্‌ হ্যাঁ।

পরিচালকঃ আপনাদের কেউ কেউ সমস্যায় পড়েছিলেন?

মধুদ্বিষঃ হ্যাঁ।

ভক্ত(১)ঃ এখানে আমাদের একজন ভক্ত আছে যে নয় মাস পেন্ট্রিজে ছিল (অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার কারাগার)

প্রভুপাদঃ এটা ব্যবহারিক। আমরা তা বন্ধ করতে পারি। ঠিক যেমন এরা সবাই সাধু হয়ে গেছে প্রত্যেককেই... ভারতে তাঁরা আশ্চর্য হয়েছে যে "আপনি কীভাবে এই আমেরিকান, ইউরোপিয়ানদের এইরকম বানিয়েছেন?" তাঁরা আশ্চর্য হয়। কারণ ভারতে, ব্রাহ্মণেরা এবং অন্যেরা তাঁরা ভাবে যে, "এইসব পাশ্চাত্যের লোকেরা এঁদের দিয়ে কিছু হবে না। এরা কখনও উন্নত ধার্মিক বা পরমার্থবাদী হতে পারবে না" তাই যখন ওরা দেখে যে ভারতে আমাদের এতোগুলি মন্দির আছে এবং এরা সেখানে বিগ্রহ পূজা করছে, সবকিছু চালাচ্ছে, নৃত্য কীর্তন করছে , ওরা আশ্চর্য হয়ে যায় আমার আগে অনেক স্বামীরাই এসেছে, কিন্তু তাঁরা পরিবর্তন করতে পারেন নি কিন্তু এটা আমি নই যে এঁদের বদলেছি, এটা হচ্ছে এই চমৎকার পন্থা যার দ্বারা এরা বদলেছে