BN/Prabhupada 0992. - কৃষ্ণভাবনামৃত সুবিধাবাদীদের জন্য নয়: Difference between revisions

 
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
Line 9: Line 9:
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 0991 - Jugala-piriti: the Loving Dealings Between Radha and Krsna|0991|Prabhupada 0993 - See That He is Not Fasting Without Food. This is Spiritual Communism|0993}}
{{1080 videos navigation - All Languages|Bengali|BN/Prabhupada 0991 - যুগল-পিরিতিঃ রাধা কৃষ্ণের প্রেমময় ব্যবহার|0991|BN/Prabhupada 0993. - দেখুন যে তিনি যেন খাবার ছাড়া অনাহারে না থাকেন। এটিই পারমার্থিক সাম্যবাদ|0993}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->

Latest revision as of 07:11, 19 August 2021



740724 - Lecture SB 01.02.20 - New York

ভগবৎ ভক্তিতে সবকিছুই রয়েছে, ভক্তিরসামৃতসিন্ধুতে, শ্রীচৈতন্য মহাপ্রভুর শিক্ষায়, শ্রীমদ্ভাগবতে, ভগবদ্গী‌তাতে আমরা প্রকাশ করছি। যদি তোমরা বুঝতে না পার, যদি তোমরা মনে কর যে "এই গ্রন্থগুলো বিক্রির জন্য, এবং আমরা জ্ঞানী। আমরা সবকিছু শিখে গেছি। শেষ। আমাদের কাজ শেষ," সেটা অবস্থার উন্নতি করবে না।

প্রসন্নমনসো
ভগবদ্ভক্তিযোগতঃ
ভগবত্তত্ত্ববিজ্ঞানং
(ভাগবত ১.২.২০)

এটি একটি বিজ্ঞান। যেমন তোমরা বিজ্ঞান শেখ... ঠিক যেমন আমাদের স্বরূপ দামোদর - এখন সে একজন ডক্টরেট। আমরা নিউ বৃন্দাবনে আর একজন ডক্টরেট পেয়েছি; সেও বিজ্ঞানী। যদি তুমি ডক্টরেট উপাধি নিতে চাও, সেখানেও শরণাগত হতে হবে। সেখানে কমিটি আছে, তিন-চারজনের কমিটি। যখন তারা প্রত্যয়িত করে, "হ্যাঁ। এটা ঠিক আছে। অমুক দ্বারা উপস্থাপিত এই গবেষণামূলক প্রবন্ধ , এটি অনুমোদিত," তাহলে তুমি স্বীকৃতি পাবে। সবজায়গায় এটি আছে তদ্‌বিজ্ঞানার্থম্‌ স গুরুম্‌ এব অভিগচ্ছেৎ (মুণ্ডক উপনিষদ ১.২.১২)

তাই আমরা যদি কৃষ্ণ সম্বন্ধিত বিজ্ঞান জানতে সচেতন না হই, তোমরা যদি এই হওয়ার, সেই হওয়ার, এবং কিছু অর্থ উপার্জনের জন্য কিছু সুযোগ গ্রহণ কর, এবং এটা ওটা কর তাহলে পুরো জিনিসটি শেষ। কৃষ্ণভাবনামৃত সুবিধাবাদীদের জন্য নয়। প্রকৃত শরণাগত আত্মার জন্যঃ মদাশ্রয়ঃ। তাই ভগবত্তত্ত্ববিজ্ঞানং। আমরা প্রত্যেকেই, অন্তত এখানে যারা আছি, ভগবৎতত্ত্ববিজ্ঞানে স্নাতক হওয়ার জন্য নিজেকে তালিকাভুক্ত করেছি। এটিই পন্থা। মদাশ্রয়ঃ। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। মদাশ্রয়ঃ মানে যোগম্‌ যুঞ্জন্‌ মদাশ্রয়ঃ। কৃষ্ণের অধীনে আসা নয়তো... সেটা সম্ভব নয়, কারণ কৃষ্ণের ভক্তের আশ্রয় ছাড়া... গোপীভর্তু পদকমলয়োর্দাসদাসানুদাস (চৈতন্য চরিতামৃত ১৩.৮০, পদ্যাবলী ৭৪)... আমাদের কৃষ্ণের দাসের দাসের দাসের দাস হতে হবে। আশ্রয় নয়, "আমি সরাসরি কৃষ্ণের দাস হব।" সেটা মায়াবাদ। আমাদের প্রক্রিয়াটি হল দাসের... চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন, দাসের... যতই একজন শততম দাস হয়ে গেছে, সে উত্তম। তাই বুঝতে চেষ্টা কর।

ভগবত্তত্ত্ববিজ্ঞানং
মুক্তসঙ্গস্য জায়তে
(ভাগবত ১.২.২০)

ভগবত্তত্ত্ববিজ্ঞানং। এই বিজ্ঞান, কে বুঝতে পারে? মুক্তসঙ্গস্য। মুক্ত মানে "মুক্ত," এবং সঙ্গ মানে "সঙ্গ"। তাই সঙ্গ মানে আমরা সবসময়... আমরা জড়া প্রকৃতি দ্বারা দূষিত। মাঝে মাঝে আমরা ভাল; মাঝে মাঝে আমরা উৎসাহী; মাঝে মাঝে আমরা বদমাশ। তিন প্রকারের গুণ রয়েছে। তাদের মাঝে কিছু খুব ভাল, এবং কিছু উৎসাহী এবং কিছু শয়তান। এমনকি আমাদের তথাকথিত ভালোর স্তর অতিক্রম করতে হবে। একেই বলে মুক্তসঙ্গ। কারণ এই জাগতিক জীবনে , আমরা সবসময় এই গুণের সঙ্গ করছি, তিনটি গুণ, গুণ-ময়ি,মায়া। দৈবী হেষ্যা গুণময়ী। গুণময়ী। গুণ, এই তিনটি গুণগুলো। তাই এটি খুব কঠিন। মাঝে মাঝে আমরা সত্ত্ব গুণের স্তরে আছি, তারপর আমরা রজ গুণের স্তরে পতিত হই, তারপর আমরা তমগুণের স্তরে পতিত হই। অথবা তম গুণ থেকে আবার আমি সত্ত্ব গুণে উন্নীত হই এবং আবার পতিত হই। এটাই চলছে। তাই তোমাকে মুক্ত সঙ্গস্য হতে হবে, এই সমস্ত গুণের ওপরে। সর্বোপরি. "আমি খুব ভালো মানুষ। আমি একজন ভালো ম্যানেজার। আমি এই ..." তোমাকে এটাও অতিক্রম করতে হবে। একেই বলা হয় মুক্তসঙ্গস্য। কিন্তু সেই মুক্তসঙ্গস্য সম্ভব, যখন আমরা আন্তরিকভাবে ভক্তিমূলক সেবায় নিয়োজিত থাকি। ঠিক যেমন বিগ্রহ পূজা। বিগ্রহ আরাধনা মানে ধীরে ধীরে মুক্তসঙ্গ হয়ে যাওয়া। তাই বিগ্রহ সেবা জরুরী। তার প্রক্রিয়া আছেঃ তোমাদের সকলকে খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে; তোমাদের স্নান করতে হবে; মঙ্গল আরতি করতে হবে। তারপর পোশাক পরানো, ফুল দিয়ে সাজানো। এই ভাবে, যদি তুমি সর্বদা থাক, তাহলে ধীরে ধীরে তুমি মুক্ত সঙ্গ হয়ে যাবে।