BN/Prabhupada 1009 - যদি গুরুদেবকে ভগবানের মতো সম্মান কর, তবে উচিৎ তাঁকে ভগবানের মতো সেবা করা: Difference between revisions

 
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
Line 9: Line 9:
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 1008 - My Guru Maharaja Ordered Me 'Go and preach this cult in the Western countries'|1008|Prabhupada 1010 - You Can See Wood, Stone. You Cannot See What is Spirit|1010}}
{{1080 videos navigation - All Languages|Bengali|BN/Prabhupada 1008 - আমার গুরুদেব আমাকে আদেশ করেছিলেন "পাশ্চাত্যে গিয়ে এই ধর্ম প্রচার কর"|1008|BN/Prabhupada 1010 - তুমি কাঠ, পাথর দেখতে পার, কিন্তু তুমি আত্মাকে দেখতে পার না|1010}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->

Latest revision as of 07:02, 28 September 2021



750713 - Conversation B - Philadelphia

এনি জ্যকসনঃ আপনি বললেন যে আপনি খুব ছোট, তার মানে আপনি ভগবান নন, কিন্তু একজন বহিরাগত হিসেবে আমার মনে হচ্ছে যে ভক্তরা আপনার সাথে এমনভাবে আচরণ করছেন যেন আপনি ভগবান।

প্রভুপাদঃ হ্যাঁ, এটি ভক্তদের দায়িত্ব। ঠিক যেমন একজন সরকারি কর্মকর্তা। ব্য্যক্তিগতভাবে তিনি খুব গুরুত্বপূর্ণ নন, কিন্তু যতক্ষণ পর্যন্ত তিনি সরকারি আদেশ কার্যকর করছেন, তাঁকে সরকারে মতোই সম্মান করা উচিত। এটিই পন্থা। এমন কি যদি একজন সাধারণ পুলিশও আসেন, আপনার তাঁকে সম্মান করতে হবে, কারণ সে সরকারি লোক। কিন্তু এর মানে এই নয় যে তিনিই সরকার। তিনি সম্মানিত। সাক্ষাদ্ধরিত্বেন সমস্তশাস্ত্রৈ রুক্তস্তথা ভাব্যত এব সদ্ভিঃ। যদি সেই মানুষটি ভাবে যে "আমি সরকার হয়ে গিয়েছি। জনগণ আমাকে সম্মান করছে," তাহলে সে মূর্খ। কিন্তু এটি শিষ্টাচার। যদি কোন সরকারি লোক আসে, তবে তাঁকে সরকারের মতোই সম্মান জানানো উচিত।

এনি জ্যকসনঃ একই ধারণা নিয়ে, আমি কিছু জাগতিক বস্তু দেখে অবাক হয়েছি, যেগুলো ভক্তরা আপনার কাছে নিয়ে আসছে, উদাহরণস্বরূপ আপনি যখন বিমানবন্দর ত্যাগ করছিলেন, আপনি একটি সুন্দর আর বিশাল ফ্যন্সি গাড়িতে করে ফিরছিলেন, আর আমি তা দেখে অবাক হয়েছিলাম, কারণ প্রভুপাদঃ এটি হচ্ছে তাদেরকে কিভাবে সম্মান করতে হয় তা শেখানো। আপনি যদি সরকারি লোককে সরকারের মতো সম্মান করেন, তবে আপনাকে অবশ্যই তার সাথে সেই রকম আচরণ করতে হবে।

এনি জ্যকসনঃ কিন্তু...

প্রভুপাদঃ আপনি যদি গুরুদেবকে ভগবানের মতো সম্মান করেন, তাহলে আপনাকে ভগবানের সুযোগ সুবিধা গুলো অবশ্যই তাঁকে দিতে হবে। অন্যথায় কিভাবে আপনি তাঁর সাথে ভগবানের মতো আচরণ করবেন? শুধু মনে মনে? কাজেও তা দেখাতে হবে।

এনি জ্যকসনঃ আমি দুঃখিত। শেষ কথাটা আপনি কি বলেছিলেন?

প্রভুপাদঃ যদি গুরুদেবের সাথে ভগবানের মতো আচরণ করা হয়, তাহলে তাকে অবশ্যই ব্যবহারিকভাবে তা প্রদর্শন করতে হবে, যে তাঁকে ভগবানে মতো সম্মান করা হচ্ছে। সুতরাং ভগবান সোনার গাড়িতে করে ঘুরছেন। তাই গুরুদেবকে যদি সাধারণ মোটর গাড়ি দেয়া হয়, তাহলে তা যথেষ্ট হলো না, কারণ তাঁর সাথে ভগবানের মতো আচরণ করতে হবে। ভগবানের জন্য সেই মোটর গাড়িটি কেমন হবে? (হাসি) তবুও ঘাটতি থেকে যায়। ভগবান যদি আপনার বাড়িতে আসেন, আপনি কি তাঁকে সাধারণ মোটর গাড়ি এনে দিবেন? নাকি আপনি একটি সোনার গাড়ির ব্যবস্থা করবেন, যদি আপনি তাঁর সাথে ভগবানের মতো আচরণ করে থাকেন? তো আপনার কথাটি হচ্ছে যে তাঁরা আমাকে সুন্দর মোটর গাড়ি দিচ্ছে, কিন্তু আমি বলছি যে এটি যথেষ্ট নয়। এক্ষেত্রে ভগবান হিসেবে তাঁর সাথে আচরনের ক্ষেত্রে তবুও ঘাটতি থেকে যায়। ব্যবহারিক হোন।

এনি জ্যাকসনঃ গতকাল নিউইয়র্ক থেকে আসা এক ভক্তের সাথে আমার সাক্ষাৎ হয়, তিনি বলছিলেন যে এখানে অন্য গ্রহলোক থেকে অনেক ব্যক্তি উপস্থিত হয়েছেন, এবং আপনি তা দেখতে পারছেন। এটি কি সত্যি?

প্রভুপাদঃ হ্যাঁ, হ্যাঁ। প্রত্যেকেই তা দেখতে পারে। আপনার চোখ থাকলে আপনিও দেখতে পারবেন। কিন্তু আপনার যেহেতু কোন চোখ নাই, তাই আপনি হিংসা করছেন, কারণ তারা একটি সুন্দর মোটর গাড়ি দিয়েছেন। কাজেই আপনাকে আগে দেখার জন্য চোখ তৈরি করতে হবে। একজন অন্ধ মানুষ দেখতে পারে না। চোখকে শিখাতে হবে কিভাবে দেখতে হয়।

এনি জ্যকসনঃ এটি কি আপনার অন্যান্য ইন্দ্রিয় গুলোর ক্ষেত্রেও সত্য?

প্রভুপাদঃ প্রত্যেকটি ইন্দ্রিয়। যদি আপনি কিছু দেখতে চান, তাহলে আপনার চোখকে আগে প্রশিক্ষিত করতে হবে, কিভাবে দেখতে হয়? ঠিক যেমন একজন বিজ্ঞানী, কোন কিছুকে মাইক্রোস্কোপের মধ্য দিয়ে দেখে। আপনি যদি খালি চোখে দেখতে চান। তাহলে এটি কি করে সম্ভব? আপনাকে দেখার প্রক্রিয়া অবলম্বন করতে হবে। তখন আপনি দেখতে পারবেন।