BN/700220 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
দুটি অবস্থা হয় : পবিত্র এবং অপবিত্র।পবিত্র অর্থাৎ শুদ্ধ আর অপবিত্র অর্থাৎ দূষিত।আমরা সকলেই আত্মা।প্রকৃতভাবে আমরা শুদ্ধ তবে বর্তমান মুহূর্তে জীবনের জড় অবস্থায় এই জড় শরীরে আমরা দূষিত।তাই কৃষ্ণভাবনামৃতর পুরো পদ্ধতিটির উদ্দেশ্য হলো দূষিত অবস্থা থেকে মুক্ত হয় শুদ্ধ হওয়া।
700220 - প্রবচন Initiation Sannyasa - লস্‌ এঞ্জেলেস্‌