BN/700220 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্ এঞ্জেলেস্
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
দুটি পরিস্থিতি রয়েছেঃ পবিত্র এবং অপবিত্র। পবিত্র অর্থাৎ শুদ্ধ আর অপবিত্র অর্থাৎ কলুষিত। আমরা সকলেই চিন্ময় আত্মা। স্বরূপত আমরা শুদ্ধ তবে বর্তমানে, জীবনের জড় অবস্থায় এই জড় শরীরে আমরা কলুষিত। তাই কৃষ্ণভাবনামৃতের এই পুরো পদ্ধতিটিই হচ্ছে আমাদের কলুষিত অবস্থা থেকে মুক্ত করে শুদ্ধাবস্থায় নিয়ে আসা। |
৭০০২২০ - সন্ন্যাস দীক্ষা প্রবচন - লস্ এঞ্জেলেস্ |