BN/Prabhupada 0144 - একেই বলে মায়া

Revision as of 15:12, 15 January 2018 by Iswaraj (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Bengali Pages with Videos Category:Prabhupada 0144 - in all Languages Category:BN-Quotes - 1970 Category:BN-Quotes - L...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Sri Isopanisad, Mantra 2-4 -- Los Angeles, May 6, 1970

প্রকৃতে ক্রিয়মানানি গুনৈ কর্মানি সর্বস অহংকার বিমুঢ়াত্মা কর্তাহম ইতি মন্যতে (ভ.গী ৩.২৭) ভক্তের প্রতি কৃষ্ণ নিজে দায়িত্ব গ্রহণ করে, এবং সাধারন জীবের জন্য মায়া তাদের দায়িত্ব গ্রহণ করে। মায়া কৃষ্ণের প্রতিনিধি। যেমন ভাল নাগরিক, তারা সরকারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে থাকে। এবং যারা অপরাধী তারা সরকারের কারাগাড় দপ্তরের তত্ত্বাবধানে থাকে। কারাগাড় দপ্তরের অধীনে, তারাও দায়িত্ব করে রাখে। কারাগারে সরকার বন্দীদের দায়িত্ব নেয় তারা যেন অস্বচ্ছন্দ বোধ না করে। তারা যথেষ্ঠ খাদ্য পায়, যদি তাদের রোগ হয় তারা হসপিটাল চিকিৎসা পায়। সবকিছু ব্যবস্থা সেখানে আছে, কিন্তু শাস্তির অধীনে। তেমনই আমরা এই জড় জগতে আছি , এখানেও অবশ্যই যত্ন নেওয়া হয় কিন্তু শাস্তির উপায়ে। যদি আপনি এটি করতে চান, তারপর চড় খাবেন যদি আপনি ওটি করতে চান, তারপর লাথি খাবেন। যদি তুমি এটা কর, তাহলে এই ... এটা চলছে। এটাকে তিনগুণের দুর্দশা বলা হয়। কিন্তু মায়ার অধীনে থেকে আমরা ভাবছি যে মায়ার এই লাথি ,এই চড় মায়ার এইসব পিটুনি খুব চমৎকার। আপনারা দেখেছেন? এটাকে বলে মায়া। এবং যখনই আপনি কৃষ্ণ ভাবনামৃতে আসবেন, তখন কৃষ্ণ আপনাকে দেখবে। অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষ্যয়স্বামী মা সূচ (ভ.গী. ১৮.৬৬) কৃষ্ণ, যখনই আপনি কৃষ্ণের প্রতি আত্মসমর্পণ করবেন, তখন কৃষ্ণের বাক্য হচ্ছে আমি আপনার দায়িত্ব পালন করব। আমি আপনাকে রক্ষা করব, সমস্ত পাপ কর্মের ফল থেকে।" আমাদের জীবনে পাপ কর্মের স্থুপ আছে, জড় জগতে বহূ বহূ জন্ম থাকার জন্য। এবং যখনই আমরা কৃষ্ণের প্রতি আত্মসমর্পণ করি কৃষ্ণ আমাদের সমস্থ দায়িত্ব গ্রহণ করেন। এবং তিনি সমস্ত পাপ কর্মের প্রতিক্রিয়াগুলির সমন্বয় সাধন করেন। অহং তাং সর্ব পাপেভ্য মা সূচ। কৃষ্ণ বলেছেন দ্বিধা করো না। যদি আপনি চিন্তা করেন যে, "ওহ, আমি অনেক পাপিষ্ঠ কর্মকাণ্ড করেছি, কৃষ্ণ কিভাবে আমাকে রক্ষা করবে? না। কৃষ্ণ হচ্ছে শক্তিশালী। তিনি আপনাকে রক্ষা করতে পারেন। আপনার কাজ হচ্ছে তার কাছে আত্মসমর্পণ করা এবং কোনও রিজার্ভেশন ছাড়াই, তাঁর সেবার জন্য আপনার জীবন উৎসর্গ করুন, এবং এইভাবে আপনি সংরক্ষিত হয়ে যাবেন।