BN/670102b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
যদি কেউ কৃষ্ণ ভাবনামৃতের দর্শনটি গ্রহণ করে এবং ভগবানের প্রতি প্রেম বিকশিত হয় তাহলে সে ভগবানকে প্রতি মুহূর্তে, প্রতি পদক্ষেপে , সব কিছুতে দর্শন করে। তিনি এক মুহূর্তের জন্যও ভগবানকে না দর্শন করে থাকেন না । যেমন ভগবদ গীতা তে বলা হচ্ছে যে তেসে তু ময়ি । যে ভক্ত ভালোবেসেছে , ভগবানের প্রতি প্রেম বিকশিত করেছে , সেও প্রতি মুহূর্তে ভগবানের দর্শন করেছে । ঠিক তেমনি ভগবানও প্রতি মুহূর্তে তাকে দেখছেন । তারা কখনো বিচ্ছিন্ন নয়। কি অত্যন্ত সহজ পদ্ধাতি। এই হরি কীর্তন, এই সরল পন্থা টি এই যুগের জন্য প্রস্তাবিত হয়েছে, এবং আমরা যদি অকপটভাবে কোনো অপরাধ ছাড়া এবং বিশ্বাসের সাথে এই পন্থা অনুশীলন করি , তাহলে ভক্তের জন্য ভগবানের দর্শন করা কঠিন বিষয় নয়।

৬৭০১০২ - চৈতন্য চরিতামৃত মধ্যে লীলা ২০।৩৯১-৪০৫- নিউ ইয়র্ক

670102 - প্রবচন CC Madhya 20.391-405 - নিউ ইয়র্ক