BN/760215 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু মায়াপুর
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"তো এটি একটি সুযোগ, এই মনুষ্য জন্ম, এটা সিদ্ধান্ত নেওয়ার জন্য যে তোমরা কোথায় যেতে চাও । তোমরা কি নরকে বা স্বর্গে যাবে নাকি বাড়ি বা ভগবদ ধামে ফিরে যাবে? সে সিদ্ধান্ত তোমাদের নিতে হবে। এটিই হচ্ছে মানুষের বুদ্ধি, বেড়াল এবং কুকুরের মতো কার্য করা এবং বেলার এবং কুকুরের মতো মরে যাওয়া । এটি মনুষ্য জীবন নোই । মানব জীবনের উদেশ্য হচ্ছে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য যে এর পরে তোমরা কোথায় যেতে চাই। বিবর্তনের ফলে তোমাদের মনুষ্য যোনি তে আসতেই হবে। জলজ নব - লক্ষনি স্থাবর লক্ষ্য - ভীমসটি ( পদ্ম পুরান )। কত জন্ম, ৮৪০০০০ যোনি ভ্রমণ করে, তোমরা এই মনুষ্য দেহ পেয়েছো। এখন তোমরা সিদ্ধান্ত নেও , তোমরা কোথায় যাবে ।"
৭৬০২১৫ - প্রবচন শ্রীমদ ভাগবতম ০৭ ।০৯ ।০৮ - মায়াপুর। |
760215 - প্রবচন SB 07.09.08 - মায়াপুর |