BN/760215 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু মায়াপুর
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"এই মনুষ্য জীবনটি হচ্ছে এমন এক সুযোগ যেখান থেকে তুমি নির্ধারণ করতে পার যে তুমি কোথায় যেতে চাও। তুমি কি নরকে যাচ্ছ না কি স্বর্গে, না কি তোমার নিজ আলয় ভগবদ্ধামে ফিরে যাচ্ছ? সেটি তোমাকেই নির্ধারণ করতে হবে। এটিই হচ্ছে মনুষ্যের বুদ্ধিমত্তা; কুকুর-বেড়ালের মতো কাজ করতে নয়, বা কুকুর-বেড়ালের মতো মরতেও নয়। সেটি মনুষ্য জীবন নয়। মানুষের জীবনটি হচ্ছে এটি নির্ধারণ করার জন্য যে পরবর্তী জন্মে তুমি কোথায় যেতে চাও। ক্রম বিবর্তনের পন্থায় তুমি বর্তমানে এই মনুষ্য জীবনে এসে উপনীত হয়েছ। জলজা নব-লক্ষানি স্থাবরা লক্ষ-বিংশতি (পদ্মপুরাণ)। বহু-বহু জন্ম অতিক্রম করে, ৮৪ লক্ষ যোনি ভ্রমণ করার পর তুমি এই মনুষ্য জীবনটি পেয়েছ। এখন তুমিই সিদ্ধান্ত নাও যে তুমি কোথায় যেতে চাও।
৭৬০২১৫ - শ্রীমদ্ভাগবত প্রবচন ৭/৯/৮ -শ্রীধাম মায়াপুর। |
৭৬০২১৫ - শ্রীমদ্ভাগবত প্রবচন ৭/৯/৮ - মায়াপুর |