BN/700510b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্ এঞ্জেলেস্
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"আমরা সে জিনিস পেতে অতন্ত্য উদ্বিগ্ন যা আমরা পাইনি। সেটা হচ্ছে কাঙ্ক্ষতি, লালায়িত হওয়া । যখন কোনো জিনিস হারিয়ে ফেলি, তখন আমরা বিলাপ করি। কিন্তু যদি আমরা জানি কৃষ্ণই হচ্ছে কেন্দ্রস্থল , তখন আমরা যা কিছু পেয়েছি, অর্জন করেছি, লাভ করেছি, সেগুলো কৃষ্ণের ইচ্ছা । কৃষ্ণ দিয়েছে ;গ্রহণ করো। আর যদি সেটা কৃষ্ণ নিয়ে থাকেন , তাহলে আক্ষেপ কিসের? কৃষ্ণ সেটা নিতে ভালো লেগেছে । ও, তাহলে আমি আক্ষেপ করবো কেন? কারণ, একাত্বম, পরমেশ্বর , তিনি সর্বকরণের কারণ । তিনি নিচ্ছেন , তিনিই আবার দিচ্ছেন ।" |
৭০০৫১০- ঈশোপনিষদ ০৭- লস্ এঞ্জেলেস্ |