BN/700510 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্ এঞ্জেলেস্
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"যা কিছুই আমরা এই বিশ্বব্রহ্মাণ্ডে দেখতে পাই, জড় এবং চিন্ময় জগতে। চিন্ময় জগৎ হচ্ছে শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তির বিস্তার, আর এই জড় জগৎ হচ্ছে শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তির বিস্তার। আমরা জীবেরা হচ্ছি তটস্থা শক্তির বিস্তার। এই তিন প্রকারের শক্তি। তাঁর (ভগবান শ্রীকৃষ্ণের) অসংখ্য শক্তি রয়েছে। সমস্ত শক্তিকে এই তিন প্রকারের শক্তির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছেঃ অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি, তটস্থা শক্তি। অন্তরঙ্গা শক্তি মানে অভ্যন্তরীণ শক্তি; বহিরঙ্গা শক্তি মানে বাহ্যিক শক্তি; তটস্থা শক্তি মানে এই জীবেরা। আমরা জীবেরা হচ্ছি শক্তি।"
|
৭০০৫১০ - ঈশোপনিষদ প্রবচন মন্ত্র ০৭- লস এঞ্জেলেস্ |