"tad-vijñānārtham sa gurum eva abhigacchet (MU 1.2.12): "তত্ত্ব জ্ঞান বোঝার জন্য একজনকে অবশ্যই আধ্যাত্মিক গুরুর শরণাপন্ন হতে হয়।"Gacchet। যদি তুমি এই নিয়মগুলো না মানো, তাহলে কিভাবে উন্নতি করবে?Tasmād guruṁ prapadyeta jijñāsur śreya uttamam (SB 11.3.21).যদি তুমি এই নীতি গ্রহণ না কর, তাহলে কোন সম্ভাবনাই নেই। তারপর তুমি তোমার নিজের মত করে চিন্তা করে চলতে পার। তখন কারো কাছে যাওয়ার কোন প্রশ্নই আসেনা। তুমি চিন্তা করে নিজে পূর্ণতাপ্রাপ্ত হতে পার, যেমনটি অনেকেই করে, জল্পনা। ঐটা সম্ভব। কিন্তু কখনই পরিপূর্ণ নয়।
|