BN/710117 কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু এলাহাবাদ

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"তদ বিজ্ঞানার্থম স গুরুমেবাভিগচ্ছেৎ (মুণ্ডক উপনিষদ ১।২।১২): "তত্ত্ব জ্ঞান বোঝার জন্য একজনকে অবশ্যই আধ্যাত্মিক গুরুর নিকট যেতে হবে।" গচ্ছেৎ। তুমি যদি এই নিয়মগুলো না মানো, তাহলে তুমি কিভাবে উন্নতি করবে? তস্মাদ গুরং প্রপদ্যেত জিজ্ঞাসুঃ শ্রেয়ঃ উত্তমম(শ্রীমদ্ভগবতম ১১.৩.২১).যদি এই নীতিটি তুমি গ্রহণ না কর, তাহলে উন্নতির কোন সম্ভাবনাই নেই। তখন তুমি তোমার নিজের মত করে চিন্তা করতে পার। কারো কাছে যাওয়ার কোন প্রশ্নই আসেনা। তুমি নিজেই নিজেকে উন্নত করবে চিন্তা করে করে, যেমনটি অন্য অনেকেই করছে, জল্পনা-কল্পনা। এটাও সম্ভব। কিন্তু তা কখনই পরিপূর্ণ নয়।
৭১০৭১১৭- কথোপকথন - এলাহাবাদ