আমি একটি অন্ধকার কূয়ো দেখেছিলাম। ১৯৬৯ সালে, যখন আমি তোমাদের দেশে জন লেননের বাড়িতে অতিথি ছিলাম, আমরা বাগানের মধ্যে একটি অন্ধকূপ দেখেছিলাম। অন্ধকূপ মানে একটি খুব গভীর কূয়ো, কিন্তু সেটা ঘাসে ঢাকা ছিল। তুমি জানতেও পারবে না যে সেখানে একটা গভীর কূয়ো আছে, কিন্তু যখন হেঁটে যাবে, তুমি তাতে পড়ে যেতে পার। এবং এটি ইতিমধ্যেই ঘাস দিয়ে ঢাকা এবং এটি অত্যন্ত গভীর। যদি তুমি পড়ে যাও, এবং সেখান থেকে বেরিয়ে আসবার চেষ্টা কর, কারণ এটি নির্জন স্থান, সেখানে কেউই নেই, কেউ তোমার ডাক শুনতেও পাবে না, আর তুমি কোনও সাহায্য ছাড়াই সেখানে মরেও যেতে পার। সুতরাং, এই জড়জাগতিক জীবনধারাটিও, বহির্জগতের কোনও জ্ঞান ছাড়াই অথবা কোন জ্ঞান ছাড়াই...। বাইরের জগৎ মানে ঠিক যেমন আমরা এই ব্রহ্মাণ্ডে রয়েছি। এটি আবৃত রয়েছে। যেই গোলাকৃতি বস্তুটি আমরা আকাশে দেখি, তা হচ্ছে এই আবরণটি। ঠিক যেমন একটি নারকেলের খোলস, এর ভেতর দিক এবং বাইরের দিক। নারকেলের খোলের ভেতরটা অন্ধকার, বাইরের দিকটি আলোময়। একইভাবে, এই বিশ্বটি হল নারকেলের মতো, আমরা তার ভেতরে রয়েছি।
|