BN/710829 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লন্ডন
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
প্রভুপাদ : ভগবান শ্রীকৃষ্ণকে কৃত্রিমভাবে দেখবার চেষ্টা কোর না। বিপ্রলম্ভ অনুভূতিতে নিজেকে উন্নত কর, এবং তবেই তা পূর্ণতা পাবে। এটি হল শ্রীচৈতন্য মহাপ্রভুর শিক্ষা। কারণ আমরা আমাদের জড় চক্ষু দিয়ে শ্রীকৃষ্ণকে দেখতে পারব না, অতঃ শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ্ গ্রাহ্যম্ ইন্দ্রিয়ৈঃ (চৈতন্য চরিতামৃত মধ্য লীলা ১/১৩৬)। আমাদের জড় ইন্দ্রিয় দিয়ে আমরা শ্রীকৃষ্ণকে দেখতে পারব না। তাঁর নাম সম্বন্ধেও শুনতে পারব না। কিন্তু সেবন্মুখে হি জিহবাদৌ, যখন তুমি নিজেকে ভগবানের সেবায় নিয়োজিত করবে... ভগবানের সেবা কোথা থেকে শুরু হচ্ছে? জিহবাদৌ। সেবা শুরু হয়ে জিহ্বা দিয়ে, ,পা থেকে বা চোখ বা কান থেকে নয়। এটি শুরু হয়ে জিহ্বা থেকে। সেবোন্মুখে হি জিহবাদৌ। যদি তুমি তোমার জিহ্বা দিয়ে সেবা শুরু কর, সেটি কীভাবে? হরে কৃষ্ণ জপ করে। তোমার জিহ্বাকে ব্যবহার কর। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে/হরে রাম,হরে রাম, রাম রাম, হরে হরে। এবং কৃষ্ণপ্রসাদ গ্রহণ কর। জিহ্বার দুটো কাজ রয়েছে: শব্দ উচ্চারণ করা, হরেকৃষ্ণ উচ্চারণ করা এবং প্রসাদ গ্রহণ করা। এই পদ্ধতির দ্বারা তুমি শ্রীকৃষ্ণকে অনুভব করতে পারবে।
ভক্তবৃন্দ: হরিবোল!
|
৭১০৮২৯ - প্রবচন, রাধাষ্টমী উৎসব, শ্রীমতি রাধারাণীর আবির্ভাব তিথি - লন্ডন |