BN/Prabhupada 0016 - আমি কাজ করতে চাই

Revision as of 04:36, 2 June 2021 by Soham (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 7.1 -- San Francisco, March 17, 1968

সুতরাং প্রত্যেকের উচিৎ কিভাবে শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধ স্থাপন করা যায় সেটি জানা। শ্রীকৃষ্ণ সব জায়গাতে রয়েছেন। এটিই কৃষ্ণভাবনামৃত আন্দোলন, এটিই কৃষ্ণভাবনামৃত। আমাদের অবশ্যই জানতে হবে আমরা কীভাবে শ্রীকৃষ্ণকে বিভিন্ন রূপে পেতে পারি, কাঠ, লোহা বা ধাতুতে। তাতে কিছু যায় আসে না। শ্রীকৃষ্ণ সর্বত্র রয়েছেন। তোমাদের শিখতে হবে কিভাবে সবকিছুকে শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধিত করতে হয়। এটি এই যোগপদ্ধতিতে ব্যাখ্যা করা হবে। তোমরা এটি শিখতে পারবে। সুতরাং কৃষ্ণভাবনামৃত সুবসময়ই একটি যোগ পদ্ধতি। সর্বোত্তম যোগপদ্ধতি, সব ধরণের যোগ পন্থার মধ্যে সর্বশ্রেষ্ঠ। যে কেউ, যে কোন যোগী আসতে পারে, এবং আমরা চ্যালেঞ্জ করতে পারি, আমরা এটি বলতে পারি যে, এটিই হচ্ছে প্রথম শ্রেণীর যোগপদ্ধতি। এটি প্রথম শ্রেণীর এবং একইসঙ্গে খুবই সরল। আপনাকে শরীরের ব্য়ায়াম করতে হবে না। ধরুন, যদি আপনি দুর্বল হন, ক্লান্ত অনুভব করেন, কিন্তু কৃষ্ণভাবনামৃতে এমন কিছুই অনুভব করবেন না। আমাদের সমস্ত শিক্ষানবিসরা, তাঁরা শুধু আরও আরও কৃষ্ণভাবনাময় কাজে ব্যস্ত থাকতে চায়। "স্বামীজি আমি কি করবো ? আমি কি করতে পারি?" তারা সুন্দরভাবে সেবা করছে। খুব ভাল। তারা ক্লান্তবোধ করে না। এটিই হচ্ছে কৃষ্ণভাবনামৃত। এই জড় জগতে, যদি আপনি একটু কাজ করবেন তো ক্লান্ত অনুভব করবেন। আপনাকে বিশ্রাম নিতে হবে। অবশ্যই আমি আমি আমার ব্যাপারে কিছু বাড়িয়ে বলছি না। আমি বাহাত্তর বছরের বৃদ্ধলোক। আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম, আমি ভারতে চলে গিয়েছিলাম। আমি আবার চলে এসেছি। আমি কাজ করতে চাই। আমি কাজ করতে চাই। স্বাভাবিকভাবে, আমি হয়তো এই সব কার্য থেকে বিশ্রাম নিয়ে নিতাম, কিন্তু আমার এমনটি মনে হয় না... যত দূর পারি, আমি কাজ করে যেতে চাই। রাত-দিন আমি কাজ করতে চাই...রাতে আমি রেকর্ডিং যন্ত্র দিয়ে কাজ করি। যদি আমি কাজ না করতে পারি, আমি দুঃখ পাই। এই হছে কৃষ্ণভাবনামৃত। কাজ করার জন্যে অত্যন্ত উদ্বিগ্ন থাকতে হবে। এটি কোন অলস লোকেদের সমাজ নয়। না। আমাদের যথেষ্ট কাজ রয়েছে। ওরা পত্রিকা সংশোধন করছে আর ওরা পত্রিকাগুলো বিক্রি করছে। শুধু খুঁজে বের করতে হবে কিভাবে এই কৃষ্ণভাবনামৃতকে আরও ছড়িয়ে দেয়া যায়। এটি অত্যন্ত ব্যবহারিক।