BN/Prabhupada 0006 - সকলেই ভগবান-বোকার স্বর্গ

Revision as of 07:02, 4 June 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on SB 1.15.49 -- Los Angeles, December 26, 1973

সকলেই মিথ্যা অহঙ্কারে মনে করছে, আমি জানি, আমি সব জানি। "সুতরাং কোন গুরুর কাছে যাবার প্রয়োজন নেই l" এটি হচ্ছে আধ্যাত্মিক গুরুর কাছে যাবার পদ্ধতি। এই মনোভাব নিয়ে শরণাগত হোন যে "আমি অনেক আবর্জনা জানি যা কোনও কাজের নয়। এখন দয়া করে আমাকে শিক্ষা দিন।" একে বলা হয় শরণাগত হওয়া। ঠিক যেমন অর্জুন বলেছিলেন, শিষ্যস্তেহহং শাধি মাং প্রপন্নম (গীতা. ২.৭) যখন অর্জুন এবং শ্রীকৃষ্ণের মধ্যে যুক্তি-তর্ক হচ্ছিল, এবং যখন বিষয়টির সমাধান হল না, তখন অর্জুন শ্রীকৃষ্ণের কাছে নিজেকে সমর্পণ করেন, হে কৃষ্ণ, এতক্ষন আমরা বন্ধুর মতো কথাবার্তা বলছিলাম, এখন আর বন্ধুরূপে কথা নয়, আমি এখন আপনাকে আমার গুরুরূপে স্বীকার গ্রহণ করছি। দয়া করে আমাকে শিক্ষা দিন, আমার কি করা কর্ত্তব্য।" এটিই হল ভগবদ্গীতা।

সুতরাং আমাদের শিখতে হবে। তদ-বিজ্ঞানার্থম স গুরুমেবাভিগচ্ছেৎ [মুন্ডক উপনিষদ. ১.২.১২] এটিই বৈদিক নির্দেশ যে জীবনের কি মূল্য? কিভাবে এটি পরিবর্তিত হচ্ছে ? কিভাবে আমরা এক দেহ থেকে অন্য দেহে ভ্রমণ করছি? আমি কে? আমি কি এই দেহ না এর ঊর্ধে অন্য কিছু? এই ব্যাপারগুলো অনুসন্ধান করতে হবে। সেটিই হল মনুষ্য জীবন। অথাতো ব্রহ্ম জিজ্ঞাসা। এই অনুসন্ধান করা উচিত। এই কলিযুগে কোনো জ্ঞান ছাড়াই, কোনো অনুসন্ধান ছাড়াই, কোনো গুরু ছাড়াই, কোনো বই ছাড়াই, সকলেই ভগবান। ব্যাস্। এইরকমটাই চলছে, 'বোকার স্বর্গ'। সুতরাং এটি কোন কাজের না। এখানে বিদুর সম্পর্কে.... তিনিও

বিদুরোহপি পরিত্যজ্য
প্রভাসে দেহমাত্মনঃ
কৃষ্ণাবেশেন তচ্চিত্তঃ
পিতৃভিঃ স্বক্ষয়ং যযৌ।
(ভাগবত. ১.১৫.৪৯)

তিনি... আমি বিদুর সম্পর্কে বলছিলাম। বিদুর যমরাজ ছিলেন। একজন সাধু ব্যক্তিকে শাস্তির জন্য যমরাজের সামনে আনা হয়েছিল। যখন সেই সাধু ব্যক্তিটি যমরাজকে জিজ্ঞাসা করলেন, "আমার মনে পরছে না যে আমি আমার জীবনে কোনো পাপ কার্য করেছি। তাহলে কেন আমাকে বিচারের জন্য এখানে আনা হয়েছে ?" তখন যমরাজ বললেন "আপনার মনে নেই। আপনি শৈশবে একটি পিপীলিকার মলদ্বারে সূচ ঢুকিয়েছিলেন এবং তাতে সেই পিপীলিকাটি মারা যায়। সেইজন্য আপনাকে দণ্ড পেতে হবে।" দেখুন। ছেলেবেলায়, অজ্ঞতাবশত, তিনি কিছু পাপ করেছিল, অতএব তাঁকে দণ্ড পেতে হয়েছিল। এবং আমরা তা স্বেচ্ছায় করছি, ধর্মসিদ্ধান্ত যে, "তুমি হত্যা করো না," এর বিরুদ্ধে, আমরা হাজার হাজার কসাইখানা খুলেছি একটি আজেবাজে সিদ্ধান্ত দিয়ে যে পশুদের কোন আত্মা নেই। তামাশাটা দেখুন। এই সব হচ্ছে। আর আমরা শান্তিতে থাকতে চাইছি।