BN/Prabhupada 0029 - বুদ্ধ অসুরদের প্রতারিত করেছে

Revision as of 07:08, 4 June 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Sri Isopanisad, Mantra 1 -- Los Angeles, May 3, 1970

ভগবান বুদ্ধ অসুরদের প্রতারণা করেছিলেন। কেন প্রতারণা করেছিলেন? সদয়-হৃদয় দর্শিত পশুঘাতম্। উনি অনেক দয়ালু ছিলেন। ভগবান সবসময়ই সকলের প্রতি সমবেদনাপূর্ণ হন কারণ সবাই ওনার সন্তান। এই সমস্ত বদমাশেরা অনিয়ন্ত্রিতভাবে পশু হত্যা করছিল.. আর যদি আপনি বলেন, "ওহ, কেন তোমরা পশু হত্যা করছ?" তারা অবিলম্বে বলবে, "ওহ, এটা বেদের মধ্যে রয়েছে : পাশবো বধায় সৃষ্ট।" পশু বলির কথা শাস্ত্রে লেখা আছে, কিন্তু তার কারণটা কী? বৈদিক মন্ত্র পরীক্ষা করার জন্যে। একটা পশুকে আগুনে ফেলা হবে এবং বৈদিক মন্ত্রের সাহায্যে তাকে পুনর্জীবন দান করা হবে। এই হচ্ছে যজ্ঞ, পশু যজ্ঞ। পশু ভক্ষণ করার উদ্দেশ্যে নয়। এই জন্যে শ্রীচৈতন্য মহাপ্রভু কলিযুগে সমস্ত ধরণের যজ্ঞ করতে মানা করে গিয়েছেন। কারণ মন্ত্র উচ্চারণ করার জন্যে কোনো দক্ষ ব্রাহ্মণ নেই যে কি না বৈদিক মন্ত্রের পরীক্ষা করতে পারেন যে "এইতো (মন্ত্র জপের ফলাফল) বেরিয়ে আসছে"। যজ্ঞ অনুষ্ঠান করার আগে... মন্ত্র কতোটা শক্তিশালী তা পরীক্ষা করা হত , এটা করা হত পশু বলি দিয়ে এবং তাকে নতুন জীবন দেওয়ার মধ্য দিয়ে। তাহলে এটা বোঝা যেত যে ব্রাহ্মণ সঠিক মন্ত্র উচ্চারণ করছে। এটা পরীক্ষা ছিল, পশু হত্যা নয়। কিন্তু এই চক্রান্তকারীরা, পশুমাংস খাওয়ার জন্য উদ্ধৃতি দেয় আর বলে, " এইতো,এখানে পশু-হত্যা আছে।" , "এই তো পশু হত্যা করা যেতে পারে" যেমন কোলকাতাতে, তুমি কোলকাতা গিয়েছ কখনো? সেখানে একটি রাস্তা ছিল, কলেজ স্ট্রিট, হয়ত এখন নাম বদলে গেছে। হতে পারে এখন নাম বিধান রায়? এইরকম... যাই হোক, ঐখানে বেশ কিছু কসাইখানা আছে। কসাইখানা মানে হিন্দু লোকেরা, তারা মুসলিম দোকান থেকে মাংস কিনবেন না। ওটা অপবিত্র। একই জিনিসঃ যেমন বিষ্ঠা এই দিক থেকেই হোক আর ঐ দিক থেকেই হোক। তারা মাংস ভক্ষণ করছে এবং ভাবছে হিন্দু দোকান পবিত্র, মুসলিম দোকান অপবিত্র। এগুলো সব মানসিক জল্পনা-কল্পনা। ধর্ম এভাবেই চলছে। সেই জন্যই লড়াই চলছে "আমি হিন্দু, আমি মুসলিম, আমি খ্রীষ্টান " কেউ জানে না ধর্ম কি? তারা ধর্ম পরিত্যাগ করে দিয়েছে। এই বদমাশগুলি, এদের কোনও ধর্ম নেই। আসল ধর্ম হচ্ছে কৃষ্ণভাবনামৃত, যেটা ভগবানকে ভালবাসতে সেখায়। এটিই সবকিছু। এটিই ধর্ম। যেকোন ধর্মই হোক, এটা কোন ব্যাপার নয়, হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিষ্টান ধর্ম, যদি তুমি তোমার মাঝে ভগবানের প্রতি ভালোবাসা বৃদ্ধি করতে পার, তাহলে তুমি তোমার ধর্মে সঠিকভাবে অবস্থান করছ।