BN/Prabhupada 0058 - চিন্ময় দেহ মানে নিত্য জীবনলাভ

Revision as of 07:15, 4 June 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 2.14 -- Mexico, February 14, 1975

প্রকৃতপক্ষে চিন্ময় দেহ মানে হচ্ছে আনন্দ ও জ্ঞানময় এক চিরন্তন জীবন। এখন আমাদের যে জড় দেহটি রয়েছে, এটি নিত্যও নয়, আনন্দময়ও নয়, বা জ্ঞানময়ও নয়। আমরা সকলেই জানি যে এই দেহটি একদিন শেষ হয়ে যাবে। আর এটি সম্পূর্ণরূপে অজ্ঞানময়। আমরা কেউই এই দেয়ালের ওপারে কি রয়েছে সে সম্পর্কে কিছুই বলতে পারি না। আমাদের ইন্দ্রিয় রয়েছে কিন্তু সেগুলো সব সীমিত, ত্রূটিপূর্ণ। কখনও কখনও আমরা আমাদের দর্শন করার ক্ষমতা নিয়ে খুব গর্ব করে চ্যালেঞ্জ জানিয়ে বলি, "আপনি কি আমাকে ভগবান দেখাতে পারবেন?" কিন্তু আমরা ভুলে যাই যে যেই মাত্র বিদ্যুৎ চলে যায়, সঙ্গে সঙ্গে আমাদের দেখার ক্ষমতাও চলে যায়। সুতরাং এই সম্পূর্ণ দেহটিই ত্রূটিপূর্ণ এবং অজ্ঞানময়। চিন্ময় দেহ মানে জ্ঞানময়, ঠিক বিপরীত। আমরা পরবর্তী জন্মে সেই ধরণের দেহ পেতে পারি আর কিভাবে আমাদের সেই দেহ পেতে হবে তা নিয়ে আমাদের অনুশীলন করা উচিৎ। আমাদের পরবর্তী দেহটি উচ্চতর গ্রহলোকে পাওয়ার জন্য আমরা কাজ করতে পারি, অথবা আমরা পরবর্তী দেহটি কুকুর-বেড়ালের মতো হওয়ার জন্যও কাজ করতে পারি। অথবা আমরা একটি সচ্চিদানন্দময় দেহ পাওয়ার জন্যও কাজ করতে পারি। অতএব সর্বোত্তম বুদ্ধিমান ব্যক্তি পরবর্তীতে একটি সচ্চিদানন্দময় দেহ পাওয়ার জন্যই চেষ্টা করবেন। সে কথা ভগবদগীতায় প্রতিপন্ন করা হয়েছে। যদ্ গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। (গীতা ১৫/৬) সেই স্থান, গ্রহে বা সেই আকাশে একবার গেলে তোমাকে আর এই জড় জগতে ফিরে আসতে হবে না। এই জড় জগতে তুমি যদি এমন কি সর্বোচ্চ স্থান ব্রহ্মলোকেও উন্নীত হও, তবুও তোমাকে ফিরে আসতে হবে। আর যদি তুমি চিন্ময় জগতে, ভগবদ্ধামে, ফিরে যাওয়ার সর্বোত্তম প্রয়াস কর, তাহলে তোমাকে আর এই জড় দেহ ধারণ করতে ফিরে আসতে হবে না।