BN/680328 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সান ফ্রান্সিস্কো
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"সুতরাং যা আমাদের আছে, যাই হোক, সমস্ত শ্রীকৃষ্ণের আছে। শ্রীকৃষ্ণের তা পূর্ণ পরিমানে আছে, কিন্তু আমাদের বোধহয় অবস্থায়, তা অসম্পূর্ণ। তবে যদি আমরা শ্রীকশনের সেবায় নিজেদের নিয়োজিত করি, তাহলে আমাদের সমস্ত প্রবৃত্তি সম্পূর্ণ হবে। পুনরায় আমি সেই একই উদাহরণ দিচ্ছি, যে একটা গাড়ি সত্তর মাইল জোরে চলছে, একজন সাইকেলে করে গাড়ি তাকে ধরে ফেললো, সেও সত্তর মাইল জোরে চলছে, যদিও সাইকেল এতো জোরে চলতে পারেনা। তেমনি, যদিও বা আমরা ভগবানের ক্ষুদ্র অংশ, আমরা যদি ভগবানের চেতনায় নিজেদের নিয়োজিত করি বা কৃষ্ণ ভাবনামৃতে, তাহলে আমরা একই শক্তির হবো। এটি হচ্ছে পদ্ধতি।"
৬৮০৩২৮ - প্রবচন শ্রীমদভাগবত ০১.০৩.০১-৩- সান ফ্রান্সিস্কো |
৬৮০৩২৮ - প্রবচন শ্রীমদভাগবত ০১.০৩.০১-৩- সান ফ্রান্সিস্কো |