BN/680611 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু মন্ট্রিয়াল
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"সুতরাং ভগবান এখানে বলেছেন যে, যে ব্যক্তি এই পরম সত্যকে বুঝতে পারবে, অথবা পরমেশ্বর ভগবানের কার্যকলাপ, তার আবির্ভাব ও তিরোভাবে উদ্দেশ্য, ভগবান কে, তাঁর লীলাসমূহ কি কি; এইসব তত্ত্ব বুঝতে পারবে... ঠিক যেমন আমাদের বিভিন্ন কার্যাবলী রয়েছে, আমাদের পরিচয় রয়েছে। ঠিক একইভাবে ভগবানেরও পরিচয় রয়েছে, কার্যকলাপ রয়েছে, রূপ রয়েছে, সবকিছুই রয়েছে। আমাদেরকে বুঝতে হবে যে এইসমস্ত বিষয়সমূহ কি রকম। একে বলা হয় দিব্য। দিব্যং মানে হচ্ছে এটি কোন জড় বস্তুর মতো নয়। এটি চিন্ময়। তাই সেটি হচ্ছে চিন্ময় বিজ্ঞান।" |
৬৮০৬১১ - প্রবচন - মন্ট্রিয়াল |